কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন স্থগিত,আদালতে বিজেপি

0
89

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the panchayat board is postponed
নিজস্ব চিত্র

আইনি বিশৃঙ্খলার কারণ দেখিয়ে হাইকোর্টের নির্দেশ থাকার পরও স্থগিত পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন।বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক ঝামেলা এবং অন্যান্য বিশৃঙ্খলা নজির ছিল কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির।

the panchayat board is postponed
নিজস্ব চিত্র
the panchayat board is postponed
সনাতন দোলুই,কেশিয়াড়ী ব্লক সভাপতি।নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনের পর এক বছর কেটে গেল আজও গঠন হলো না পঞ্চায়েত সমিতির বোর্ড।গতকাল একটি আইনি নোটিশ পাঠিয়ে বোর্ড গঠন বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ সম্মান পান না,দলীয় কার্যালয় থেকে সাইনবোর্ড খুলে ফেললেন তৃণমূল কাউন্সিলর

the panchayat board is postponed
পবিত্র শেঠ,তৃণমূল ব্লক সভাপতি,কেশিয়াড়ী।নিজস্ব চিত্র
the panchayat board is postponed
নিজস্ব চিত্র

নাজাত এবং বসিরহাটে বিশৃঙ্খলার কারণ দেখিয়ে এই বন্ধের সিদ্ধান্ত নেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।শেষ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কেশিয়াড়ী থেকে এগিয়ে থাকলেও ১৩(বিজেপি)-১২(তৃণমূল) থাকায় রাজ্যের শাসক দল বিভিন্ন অশান্তি করে বোর্ড গঠন করতে দেয়নি,অভিযোগ বিজেপির।

the panchayat board is postponed
মোতায়েন পুলিশ।নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনের এক বছর পর লোকসভা নির্বাচন হলেও তার পরে হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশি নানা বিশৃঙ্খলার কারণ দেখিয়ে বোর্ড গঠনের স্থগিতাদেশ দেওয়া হয়।এই কারণে কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যের এক প্রতিনিধি দল কলকাতা হাইকোর্টে উদ্দেশ্যে রওনা দিয়েছে স্থায়ী সমাধানের আশায়।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পরই দুইজন তৃণমূল সমর্থিত পঞ্চায়েত সদস্যা শাসক দলের অভ্যন্তরে নানা দূর্নীতির ইস্যু করে যোগ দেয় বিজেপিতে।এর ফলে অস্বস্তিতে পড়ে শাসক দল।বিজেপির অভিযোগ-শাসকদল কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে না পারায় পুলিশ এবং প্রশাসনের সহায়তা নিয়ে কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন বন্ধ করেছে।বিকেলে এর প্রতিবাদে মিছিল করবে বিজেপি।অশান্তি হবে জেনে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।বোর্ড গঠন বন্ধ কে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here