Wimbledon: ক্যামেরন নোরিকে হারিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় রজার ফেডেরার

0
80

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

রাজকীয় মেজাজকে সঙ্গী করে জিতে ফিরলেন রজার ফেডেরার। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ক্যামেরন নোরিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছতে বিশেষ অসুবিধে হল না তাঁর। জিতলেন ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ সেটে। এই নিয়ে ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। একই সঙ্গে অভিষেকেই চতুর্থ রাউন্ডে উঠে নজর কাড়লেন ১৮ বছর বয়সি এমা রাডুকানু।

Roger Federer
রজার ফেডেরার। সৌজন্যেঃ টেলিগ্রাফ

শনিবার ফেডেরারের বিরুদ্ধে ব্রিটেনেরই নোরি তৃতীয় সেট ৭-৫ দখল করে আশা জাগিয়েছিলেন অঘটনের। তবে চতুর্থ সেটে ফেডেরারকে থামানো যায়নি। তিনি ৬-৪ জিতে শেষ ষোলোতেও পৌঁছে যান। এদিন প্রথম দুটি সেটে সহজেই জয় পেয়ে যান ফেডেরার। ৬-৪, ৬-৪ এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ৫-৭ সেটটি হেরে যান ফেডেরার। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান তিনি। ৬-৪ জিতে শেষ ষোলোতেও পৌঁছে যান।

আরও পড়ুনঃ মেসি জাদু: কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

এবার তাঁকে খেলতে হবে ইটালির লোরেনজো সোনেগোর বিরুদ্ধে। এ নিয়ে ১৮ তম বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন রজার ফেডেরার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here