পন্টিংয়ের থেকে ধোনিকে এগিয়ে রাখছেন আফ্রিদি

0
54

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বরাবর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত কথা বলার জন্য বিতর্কতে থাকেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। তবে এবার বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করলেন তিনি।

Afridi and Dhoni | newsfront.co
ফাইল চিত্র

করোনা মুক্ত হয়ে তিনি দু’বার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে ধোনির তুলনা করে জানান,’একদল তরুণ ক্রিকেটারকে নিয়ে দলটা গড়ে তুলেছিল ধোনি। যারা সাফল্য এনে দিয়েছে। তাই অধিনায়ক ধোনিকে আমি পন্টিংয়ের থেকে এগিয়ে রাখব।

Dhoni and Ponting | newsfront.co
ফাইল চিত্র

১৯৯৯ সালে স্টিভ ওয়ার অধিনায়কত্বে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর দুর্দান্ত দলটা হাতে পায় পন্টিং। এরপর ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। হেডেন, গিলক্রিস্ট, ম্যাকগ্রাথের মতো ক্রিকেটার ছিল। সে তুলনায় ২০০৭ সালে তরুণদের নিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন ধোনি।

আরও পড়ুনঃ পরিবর্তন হতে পারে আই পি এল ফাইনালের তারিখ

এরপর সেই দলটাকেই আরও ভালভাবে তৈরি করেন মাহি। এরপর ২০১১ বিশ্বকাপ জেতে ভারত। যে দলে সচিন, সেহওয়াগদের পাশাপাশি তরুণ ক্রিকেটার ছিল। দুটি বিশ্বকাপের ফাইনাল সেমি ফাইনালে ওরা এমন ভাবে ঘুরে দাঁড়ায় যে আমরা জেতা ম্যাচ হেরে যাই।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here