খড়্গপুরে ডেকোরেটর সমন্বয় সমিতির স্কুল ফুটবল টুর্ণামেন্ট

0
134

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুরঃ

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা।খড়্গপুর ডেকোরেটর সমন্বয় সমিতির উদ্যোগে এবং ট্রাফিক হাইস্কুলের সহযোগিতায় ১৬ দলীয় দুদিনের আমন্ত্রণমূলক নক আউট আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার।বৃহস্পতিবার ট্রাফিক মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খড়্গপুর পুরসভার উপ পৌরপ্রধান শেখ হানিফ।উদ্বোধনী ম্যাচে হিজলী হাইস্কুলকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় নিমপুরা আর্য বিদ‍্যাপীঠ।

নিজস্ব চিত্র

এছাড়াও প্রথম পর্বের খেলায় জয়ী হয় চুয়াডাঙ্গা হাইস্কুল,জয়কৃষ্ণপুর নেহেরু বিদ‍্যাভবন,চাঁদড়া হাইস্কুল, সাউথ সাইড হাইস্কুল, মাণিকপাড়া হাইস্কুল,দুধগোয়াল বিবেকানন্দ শিক্ষা নিকেতন ও তালবাগিচা হাইস্কুল।এছাড়া অন্যান্য যে বিদ‍্যালয়গুলি প্রতিযোগিতায় অংশ নেয় তারা হলো হিজলী হাইস্কুল,সিলভার জুবলী হাইস্কুল, গোপালী হাইস্কুল,মোহনানন্দা হাইস্কুল,ভাদুতলা হাইস্কুল,বেনাপুর হাইস্কুল ও বারবাসী হাইস্কুল।আজ মাঠে ছাত্রদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কাউন্সিলর শ‍্যামল রায়, কাউন্সিলর মধু কামী, প্রাক্তন দিকপাল ফুটবলার অমিয় ভট্টাচার্য,বিশিষ্ট রেফারি সুব্রত ব‍্যানার্জী, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমল মজুমদার , উপদেষ্টা তাপস মাইতি প্রমুখ।আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক দেবাশীষ সাঁতারা,ক্রীড়া সমিতির সভাপতি সুনীল বর্ধন, যুগ্ম সম্পাদক সেক্ বাবলু ও সুকুমার দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ।

আরো পড়ুনঃ নজরুলগীতি আবৃত্তি প্রতিযোগিতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here