নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
১ আগস্ট থেকে পর্যটন ভিসার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার কথা ঘোষণা করল সৌদি সরকার। সৌদি আরবের পর্যটন মন্ত্রকের তরফে জানানো হয়েছে করোনা টিকার ডোজ সম্পূর্ণ ভাবে নেওয়া থাকলে বিদেশী পর্যটকদের সেদেশে প্রবেশাধিকার দেওয়া হবে।
করোনা সংক্রমণ রোধ করতে গত দুবছর ধরে বাতিল করা হয়েছে হজ যাত্রা। বিদেশী পর্যটকদের সৌদিতে প্রবেশে জারি ছিল নিষেধাজ্ঞা। অবশেষে ১৭ মাস পর আবার বিদেশী পর্যটকদের জন্য খুলতে চলছে সৌদি আরবে প্রবেশের দরজা।
তবে জানানো হয়েছে, সৌদি আরবে অনুমোদিত টিকা অর্থাৎ ফাইজ়ার, অ্য়াস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্য়ান্ড জনসন টিকাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নিয়ম প্রযোজ্য হবেনা, তাঁরা সরাসরি সে দেশে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে তাঁদের ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করানো আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ও টিকার যাবতীয় তথ্য জমা দিতে হবে স্বাস্থ্যমন্ত্রকের কাছে।
আরও পড়ুনঃ ‘বিচারব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ’, ঝাড়খণ্ডের বিচারক হত্যায় বললেন বিচারপতি চন্দ্রচুড়
সৌদি আরবে এখনও অবধি মোট ৫ লক্ষ ২৩ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ হাজার ২১৩ জনের। তবে করোনা টিকা বাজারে আসার পর থেকে এপর্যন্ত সৌদির সাড়ে তিন কোটি জনসংখ্যার মধ্যে এপর্যন্ত ২.৬ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুনঃ নতুন সড়কপথ, ফ্লাইওভার ও থ্রি টায়ার যাতায়াত ব্যবস্থার দাবি নিয়ে নীতিন গড়করির সাথে বৈঠক মমতার
আগামী ১ অগস্ট থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, এমনকি গণপরিবহন ব্যবহার করতে গেলেও বাধ্যতামূলকভাবে টিকাকরণের সার্টিফিকেট দেখাতে হবে এমনটাই জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584