তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ-
দারিভিট স্কুলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার ২৮ দিন পর প্রকাশ্যে এলেন দাড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু। শুক্রবার স্কুলের শিক্ষকরা ইসলামপুরের বিধায়ক তথা পৌরপতি কানাইয়ালাল আগরওয়ালার সংগে দেখা করেন।প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডুকে দেখেই বিধায়ক উত্তেজিত হয়ে পড়েন।বিধায়ক তাকে জিজ্ঞাসা করেন , “আপনি বাইরে কেন? আপনারতো জেলে থাকা উচিত ছিল?” কানাইয়ালাল আগরওয়ালা তাকে আরও জিজ্ঞাসা করেন,”১৮ সেপ্টম্বরের পর ২০ সেপ্টম্বর ওই দুই শিক্ষককে বিদ্যালয়ে যোগ দেবার ব্যবস্থা করেছিলেন?” বিধায়কের এই প্রশ্নের জবাব দিতে পারেন নি প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু।
বৈঠক সেরে বেরিয়ে প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু জানিয়েছেন,স্কুল খোলার বিষয়ে আলোচনা হয়েছে।বিধায়ক কানাইয়া লাল আগরওয়াল সব শিক্ষকদের কাছ থেকে বিশদভাবে শোনার পর বলেন যে তিনি দেখছেন কি ভাবে বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে এনে বিদ্যালয় আবার খোলার ব্যবস্থা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584