পিয়ালী দাস, বীরভূমঃ
প্রেমিকাকে খুন করেছিল প্রেমিক। রায় দিয়ে তাকে দোষী সাব্যস্ত করল রামপুরহাট অতিরিক্ত দায়রা আদালত। দীর্ঘদিন বিচারপর্ব চলার পর বৃহস্পতিবার আসামীকে দোষী সাব্যস্ত করা হয়।
এ দিন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আসামীকে রামপুরহাট আদালতের বিচারপতি সুদীপ্ত ভট্টাচার্য ভারতীয় দণ্ড বিধির ৩৬৪/৩০২/২০১ ধারায় দোষী সাব্যস্ত করেন। তিনি বলেন, দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর এক অসহায় মহিলা ও তার পরিবার সুবিচার পেল। কাল সাজা ঘোষণা হবে।
আদালত সূত্রে জানা গেছে, রামপুরহাট থানার অন্তর্গত নারায়ণপুর অঞ্চলের অধীন সাঁওতাল অধ্যুষিত ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় উপররণী গ্রামের বাসিন্দা বুদ্ধদেব টুডু ও রনি মূর্মূর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবা ও ভাই মৃত, পাশাপাশি আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য রনি মূর্মূ তার মামার বাড়িতে মায়ের সাথে থাকত। ঘটনার দিন অর্থাৎ ২০১২ সালের ২৩ নভেম্বর রনি মূর্মূর মামি মেরিলা বাস্কি রান্না ঘরে ছিলেনছিলেন।
আরও পড়ুনঃ উপনির্বাচনের ফল প্রকাশের পরে উত্তপ্ত কোচবিহার
মৃতা রনি মূর্মূ, মা মণি মূর্মূর সাথে ছিটেবেড়ার ঘরে বসে ছিলেন। সেই সময় আসামী বুদ্ধদেব টুডু মৃতাকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যায়। বাড়িতে সেই সময় কোনও পুরুষ ছিল না, কারণ কিছু দূরে কাঁদরে মাঝিদের উৎসবেই গিয়েছিল বাড়িরবাড়ির সবাই। বাড়ির মেয়েরা খোঁজাখুজি করে মৃতাকে কোথাও পায়নি।
গ্রামের মাঝি হারাম যতীন সোরেনের কথা অনুযায়ী, আসামীর বাড়ি গেলে, বাড়ির লোক তাকে তাড়িয়ে দেয়। তারপর মৃতার মামা খোঁজাখুঁজি করে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধানিজমির মধ্যে এক ঝোঁপে বাবলা গাছে বাঁধা অবস্থায় রনি মূর্মূর মৃতদেহ উদ্ধার করে। স্পষ্টস্পষ্ট হয়হয়, আসামী তাকে গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
আরও পড়ুনঃ ভোটের ফলাফল নিয়ে অশান্তি পাঁচখুরিতে, অভিযোগ বোমাবাজিরও
আসামীর কাকা সুরেন্দ্র টুডু একজন তৃণমূল কর্মী। আসামীর পরিবার অবস্থাসম্পন্ন ছিলেন। জানা গেছে, আসামীর অন্য জায়গায় পণের লোভে বিয়ে ঠিক হইয়ে গিয়েছিল।
এ দিকে রামপুরহাট হাসপাতালের তদানীন্তন সুপার তথা ময়নাতদন্তের চিকিৎসক হিমাদ্রী হালদার সাক্ষী দিয়ে বলেন, মৃতাকে খুন করে মারা হয়েছে, এই ঘটনা আত্মহত্যা নয়। এরপরে মৃতার মা মণি মূর্মূ রামপুরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে আসামী বুদ্ধদেব টুডু উচ্চ আদালতে কোর্ট জামিন পান এবং বিয়েও করেন। এ দিন তাকে দোষী সাব্যস্ত করে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584