পাঁচ বছর পর দোষী সাব্যস্ত হলো জ্যোতিষী

0
147

পল্লব দাস,বহরমপুরঃ

astrologer Convicted after five years
দোষী নিত্যানন্দ দাস। ছবিঃ প্রতিবেদক

বহরমপুরের আসাবরী আবাসনে তিন মহিলার খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলো নিত্যানন্দ দাস ওরফে নিত্যানন্দ জ্যোতিষী।আজ জেলা দায়রা আদালতে বিচারক পার্থ সারথী চ্যাটার্জি তাকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন।আগামী কাল নিত্যানন্দ দাসের সাজা শোনানো হবে।
প্রসঙ্গতঃ ২০১৪ সালের ৬ই জানুয়ারি।মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আসাবরী আবাসনে খুন হলেন তিন মহিলা।মা মেয়ে ও ঠাকুমা।একই ফ্ল্যাটে তিন তিন জনের খুনের ঘটনা শিহরিত হয় সবাই।রহস্য যখন ক্রমেই দানা বাঁধছে তখন পুলিশের জালে আটক হয় নিত্যানন্দ দাস নামক একজন জ্যোতিষী।তার ওই বাড়ির সাথে যোগাযোগ ছিল এবং প্রায় যাতায়াত করতে বলে প্রমাণ মেলে।জোরালো হয় সন্দেহ,যদিও খবর পেয়ে কিছুদিন ফেরার থাকে নিত্যানন্দ তবে পুলিশ পরে তাকে আটক করে।আজ পাঁচ বছর বিচারাধীন বন্দি থাকার পর তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আরও পড়ুনঃ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা,মারধোর-গুলি

astrologer Convicted after five years 2
ছবিঃ প্রতিবেদক

অন্যদিকে নিত্যানন্দ দাসের পক্ষ থেকে তার আইনজীবী বলেন তাঁরা উচ্চ আদালতে যাবেন শুধু মাত্র পারিপার্শ্বিক সাক্ষী আর অনুমানের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে বলে তাঁরা মনে করছেন।আগামী কাল নিত্যানন্দ জ্যোতিষীর কি সাজা ঘোষণা হয় সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here