মোঃ আবু সাঈদ, ভাবতা, মুর্শিদাবাদ : আবার একটা ভোটের দামামা বেজে গেল। প্রতিশ্রুতির ঝুলি নিয়ে প্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়লেন। কিন্তু ভোট শেষ হলেই নেতাদের বেশিরভাগেরই আর দেখা পাওয়া যায় না এলাকায়। প্রতিশ্রুতি গুলোও অপূর্ণই থেকে যায়়।
আজ দশ বছর পূর্বে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার ভাবতা গ্রামে একটি কলেজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেইমতো শিলান্যাসও করা হয়েছিল জাঁকজমকপূর্ণ ভাবে। কিন্তু শুধু শিলান্যাসই সার, দীর্ঘ দশ বছরে কলেজের একটি ইঁটও গাথা হয়নি। উচ্চ শিক্ষার স্বপ্নও পূরণ হয়নি এলাকাবাসীর। যারপরনাই যথেষ্ট ক্ষুব্ধ এলাকার জনসাধারণ।
তখন ২০১১ সাল। তৎকালীন বামফ্রন্ট সরকার মুর্শিদাবাদ জেলার ভাবতা গ্রামে একটি কলেজের অনুমোদন দেন এলাকার উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে। এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়।
কলেজ নির্মাণের জন্য জমি কেনার প্রক্রিয়া শুরু হয়। তার জন্য ফেরিওয়ালা থেকে দিনমজুর, কৃষক থেকে শিক্ষক, ব্যবসায়ী সবাই নিজেদের সাধ্যমত ডোনেট করেন। কেউ দিনের সবটুকু আয় দান করেন, তো কেউ বা আবার নিজের সব গয়না বিক্রি করে টাকা দান করেন। সকলের একটাই স্বপ্ন ছিল এলাকায় একটি কলেজ হলে উচ্চ শিক্ষার জন্য আর ছেলে মেয়েদের দূর দূরান্তে যেতে হবে না । সকলের দানের প্রায় ৭০ লক্ষ টাকা সংগ্রহ হয়। এই ভাবে একলপ্তে প্রায় ১৮ বিঘা জায়গা ক্রয় করে কলেজের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়।
অনেকে নিজের জায়গা দানও করে দেন। সাড়ম্বরে সেই কলেজের শিলান্যাস করেন তৎকালীন উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী সুদর্শন রায় চৌধুরী ২০১১ সালের ২৩ শে জানুয়ারি ।কথা ছিল খুব শীঘ্রই কলেজের কাজ শুরু হবে। কিন্তু তারপর দেখতে দেখতে দশ বছর কেটে গেল এলাকার মানুষের স্বপ্নের কলেজটি আজও হল না ।উচ্চ পর্যায়ে অনেক আবেদন নিবেদন করেও কোন ফল পাওয়া যায় নি। একটি শিলান্যাস ইতিমধ্যেই ভেঙে গিয়েছে আর একটিও ভগ্ন প্রায়। যেখান উপযুক্ত জায়গার অভাবে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় সেখানে কলেজ নির্মাণের জন্য দান করা ১৮ বিঘা জমি পড়ে আছে এটা খুবই দুর্ভাগ্যজনক । এলাকার উচ্চ শিক্ষার স্বার্থে কলেজটি নির্মাণের জন্য যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় সে বিষয়ে এলাকার বাসিন্দারা জোরালো দাবি জানাচ্ছেন। # ভাবতাই কলেজ চাই ‘ স্লোগান দিয়ে এলাকায় দেওয়াল লিখন ও ফেস্টুন এর মাধ্যমে প্রচার চালাচ্ছেন এলাকার যুবকবৃন্দ। এখন দেখার তাদের স্বপ্ন কি আদৌ পূরণ হবে নাকি স্বপ্ন শুধু স্বপ্নের স্তরেই থেকে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584