এবার বন্যাবিধ্বস্ত মানুষের পাশে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম

0
598

মহ: ওহাইদুল্লা,মালদা:

শুরু রাজ‍্যের মাদ্রাসা শিক্ষা বাঁচানোর আন্দোলন দিয়ে। তারপর রাজ‍্যের শিক্ষা আন্দোলনে আরও এগিয়ে গিয়ে দুস্থ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য ও উৎসাহ প্রদান।এবার সরাসরি মানুষের পাশে। উত্তর বঙ্গের বন‍্যা পিড়ীত মানুষের মনে জায়গা করে নিলো ইসরারুল ও তার টিম অর্থাৎ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম।

ত্রাণ সামগ্রী নিয়ে নৌকায়।

এবারের রাজ‍্যের বন্যা পরিস্থিতির ভয়াবহতা অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। মানুষ আজ অসহায়।অসহায় আর্ত মানুষ ত্রাণ লুঠ করতেও বাধ্য হয়েছে। আর সেই অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানো কর্তব্য বলেই মনে করছে এই সংগঠনের সদস‍্যগণ।

খাদ‍্যসামগ্ৰী সহ পোষাক তুলে দিচ্ছেন সম্পাদক।

তাইতো উমর, সালাউদ্দিন, আশাদরা ঝাঁপিয়ে পড়েছে সাহায‍্যার্থে।তাদের বক্তব্য- ‘মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে পাশ করেও চাকরির অপেক্ষা করে বসে আছি। আমরা বুঝি বেকারত্বের জ্বালা, ক্ষুধার জ্বালা। তাইতো নিজেদের ধরে রাখতে পারিনি। নিজেদের পকেট থেকে, চাঁদা তুলে ইসরারুলদার ডাকে সাড়া দিয়ে আজ বন‍্যাপিড়ীত মানুষ দের জন্য অল্প কিছু করলাম।’

ত্রাণ সামগ্রী ট্রাক থেকে নামাতে ব‍্যস্ত সদস্যরা।

হ‍্যাঁ,আজ উত্তরবঙ্গের বন্যা কবলিত মালদা জেলার বিভিন্ন গ্রামে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ত্রান বিলি করলো ।

খাদ্য সামগ্রী বিতরণ।

এই মহৎ কাজে আজকে ফোরামের সভাপতি, সম্পাদক, উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় চাকুরিরত শিক্ষকগণ, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে পাশ করা পরিক্ষার্থীগণের একান্ত প্রচেষ্টায় এই কাজ শুভসম্পন্ন হলো।

মানুষের ভিড়।

প্রায় কয়েক লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করল মালদার ডি. এম. এর সহায়তায়। প্রসংগত উল্লেখ্য যে এই অরাজনৈতিক সংগঠনটিই সুপ্রিমকোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশন বাঁচানোর লড়াই করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here