আনিসুর রহমান, ১৬ই জুন,কোলকাতাঃ-
সত্যিই অপেক্ষা কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চম SLST পাশ করা ২৪ জন ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকা সফল পরীক্ষার্থী। সেই ২০১১ সালে বিজ্ঞপ্তি, ২০১২ সালে পরীক্ষা, ২০১৪ সালে ফল প্রকাশ ও নিয়োগ। কিন্তু তাদের নিয়োগ হয়নি ।কারণ তার পরপরই হাইকোর্টের রায়, আর তাতেই দীর্ঘ অপেক্ষা।মাদ্রাসা বাছাই পর্ব পর্যন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল,কিন্তু কোর্ট কেসের কারণে আটকে যায় তাদের নিয়োগ। আইনি জটিলতায় তারা বিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলেছিল যে তারা নিয়োগ পেতে পারে। কিন্তু তারপরই উদয় মঃ রফিকের, যিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেন। তারপর বাকিটা ইতিহাস।
গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান আব্দুর রউফ জানান,” মাদ্রাসায় নিয়োগ শুরু হয়েছে। ২৪ জন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ পত্র পাঠানো হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ইচ্ছুক মাদ্রাসা গুলিতে ষষ্ঠ SLST উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হবে।”
কমিশন সূত্রের খবর ২০১৪ সালের শূন্যপদ থেকে অনিচ্ছুক মাদ্রাসা গুলির শূন্যপদ বাদ দিয়ে তালিকা তৈরি করতে একটু সময় লাগছিল।কিন্তু এখন তারা প্যানেল প্রকাশের জন্য প্রস্তুত। যে কোন সময় ফল প্রকাশ হয়ে যেতে পারে।
বিশেষ ভাবে উল্লেখ্য, দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা গুলোর চরম দূর্দশা ও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়োগের অনুমতি দেয় সুপ্রিমকোর্ট। আপাতত নিয়োগ হলেও সুপ্রিমকোর্টের ফাইনাল রায়ের উপর চাকুরীর স্হায়িত্ব নির্ভর করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584