নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আন্দোলন করে দাবি আদায় করাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে রাজ্যে!
বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্ণার ফল পেল উচ্চ প্রাথমিকের চাকুরী প্রার্থীরা।প্রথমে অনমনীয় থাকলেও শেষ পর্যন্ত উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন বিজ্ঞপ্তি দিতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন।
রাজ্যের উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সল্টলেকের স্কুল সার্ভিস কমিশন অফিস আচার্য সদনের সামনে ধর্ণায় বসে চাকুরী প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের অফিস অবরুদ্ধ করে দেয় তারা । কমিশনের চেয়ারম্যান পুলিশের সহায়তায় পিছন গেট দিয়ে অফিসে ঢুকতে বাধ্য হন। কিন্তু ভেরিফিকেশন নোটিশ জারি করার ব্যপারে অনমনীয় ছিলেন। কমিশনের চেয়ারম্যান ফেব্রুয়ারীর ২০ তারিখের আগে ভেরিফিকেশন সম্ভব নয় বলে মৌখিক ভাবে জানালে আরো উত্তেজনা ছড়ায়। তিনি জানান যে ১৩০৮০টি শূন্যপদের জন্য প্রথম দফায় ১৭২০২ জন প্রার্থীকে ডাকা হবে। চলতি মাসের ১৬ তারিখের মধ্যে ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু এই উত্তরে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা তাদের ধর্ণা অব্যাহত রাখে।পরে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও তাদের আন্দোলনের সমর্থনে হাজির হন।আন্দোলন রাত অবধি গড়ায়। পুলিশের বিরুদ্ধে লাঠি চালনার অভিযোগ ওঠে। অপরদিকে পুলিশ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজা নন্দী সহ কয়েকজন আন্দোলনকারীদের গ্ৰেফতার করে।পরে ব্যক্তিগত বন্ডে তাদের মুক্তি দেওয়া হয়। শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনও নমনীয় হয়ে তড়িঘড়ি ভেরিফিকেশন বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে প্রথম দফার ভেরিফিকেশন শুরু হবে এবং বিস্তারিত তথ্য আজ সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584