নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যে আরও ঠান্ডাভাব বাড়বে। অনেক জায়গায় নভেম্বরের গোড়াতেই সর্বনিম্ন তাপমাত্রা এই সময়ে স্বাভাবিকের থেকে নীচে চলে এসেছে। কলকাতায় বুধবারের তুলনায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। যা ওই এলাকার এই সময়ের স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
পানাগড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। যা ওই এলাকার এই সময়ের সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুনঃ রবিবার স্টেট ব্যাঙ্কের ই-পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা
পুরুলিয়া, শ্রীনিকেতন, আসানসোল প্রভৃতি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশে এখনই ১০ ডিগ্রির নীচে চলে এসেছে। বর্তমানে ওইসব জায়গার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ ভারতে টাকা ট্রান্সফারের সরকারি ছাড়পত্র পেল হোয়াটস অ্যাপ
দেশের মধ্যে সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজস্থানের আজমিরে (৭.৮ ডিগ্রি)। জোরালো উত্তুরে হাওয়ার জেরে এবছর নভেম্বরের গোড়াতেই উত্তর ও পূর্ব ভারতে তাপমাত্রা কমে গিয়েছে। আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584