সুদীপ পাল, বর্ধমানঃ-
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বর্ধমানবাসী পেতে চলেছে ইণ্ডোর স্টেডিয়াম। ইন্ডোর স্টেডিয়াম বলতে পশ্চিমবঙ্গে আমরা জানি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে। জেলাস্তরের খেলোয়াড়দের প্রয়োজনে বারবার কলকাতা রওনা দিতে হয়। তাই তাঁদের সুবিধার্থে ইন্ডোর স্টেডিয়াম বলতে রয়েছে এখন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ফলে জেলাস্তরের খেলোয়াড়দের প্রয়োজনে যেতে হয় সেখানে। তাঁদের সুবিধার্থে যদি জেলাতেই একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা যায় – এই দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। চলতি বছরের মধ্যেই শুরু হবে ইণ্ডোর স্টেডিয়াম তৈরীর কাজ। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর স্টেডিয়াম তৈরির জন্য বর্ধমান শহরে নির্দিষ্ট জমি চিহ্নিতকরণ করেছে।
বর্তমানে কালনা ও কাটোয়া মহকুমায় একটি করে স্টেডিয়াম রয়েছে এবং বর্ধমান শহরে রয়েছে দুটি স্টেডিয়াম। কিন্তু খেলার মান ও খেলোয়াড়দের মানসিকতার সাথে সম্পর্ক রেখে একদিকে যেমন অত্যাধুনিক স্টেডিয়াম প্রয়োজন অন্যদিকে যে স্টেডিয়ামগুলি রয়েছে সেগুলির আধুনিকীকরণ ও মানবৃদ্ধি প্রয়োজন। দীর্ঘ প্রতিক্ষার পর রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে ক্রীড়ার পরিকাঠামো উন্নয়নের জন্য একটি পরিকল্পনা চেয়ে পাঠিয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন গোলাপবাগ মোড়ের কাছে সরকারী পোলট্রি খামার লাগোয়া জমিতে একটি ইণ্ডোর স্টেডিয়াম করার জন্য পরিকল্পনা তৈরী করা হয়েছে। তিনি এও বলেন, রিপোর্টে কাটোয়া স্টেডিয়ামের সংস্কারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মমতাজ সংঘমিতাও স্টেডিয়াম তৈরিতে কার্যকরী ভূমিকা নিচ্ছেন। জেলা ক্রীড়া দফতর সূত্রে খবর, ইন্ডোর স্টেডিয়াম তৈরি হলে তা শুধু দুই বর্ধমান নয়, পাশ্ববর্তী হুগলী, বীরভূম, পুরুলিয়ার খেলাধূলার মানের উন্নয়নের পাশাপাশি অনেক ভাল খেলোয়াড়ও উঠে আসবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584