লকডাউনে চাকরি খুইয়ে কলা বিক্রি করছেন শিক্ষক, সাহায্যার্থে এগিয়ে আসলেন প্রাক্তন ছাত্ররা

0
146

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

চাকরি খুইয়ে রাস্তায় কলা বিক্রি করছেন শিক্ষক। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল তামিলনাড়ু। এখন তামিলনাড়ুতে কলা বিক্রি করলেও আদতে পাট্টেম ভেঙ্কটশাব্বাইয়া আদতে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে অবস্থিত এক কর্পোরেট স্কুলের শিক্ষক- সংস্কৃত ও তেলেগু ভাষায় বিশাল পারদর্শী।

জানা গেছে লকডাউন জারি হতেই ৫০ শতাংশ বেতন কেটে নেয় স্কুল কর্তৃপক্ষ। তারপর ছাত্র ভর্তির টার্গেট দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। টার্গেট মত ছাত্র ভর্তি না করতে পারলে চিরদিনের মত বিদায়। হলোও তাই, চলে গেল। এছাড়াও মাথায় ছিল তিন লক্ষ টাকার দেনা। শেষ পর্যন্ত বাড়ি ফিরে ঠেলাগাড়িতে করে কলা বিক্রি করতে শুরু করেন।

শিক্ষকের এমন দুর্দশার কথা শুনে প্রাক্তন ছাত্র ছাত্রীরা সাহায্যার্থে খুলে ফেলেন একটি তহবিল। সেই তহবিলের ইতিমধ্যে ৮০ হাজারের উপর টাকা উঠেছে। ছাত্রদের পাশে থাকার এই অঙ্গীকারে আপ্লুত খোদ ভেঙ্কটেশুব্বাইয়া  জানান,”প্রাক্তন ছাত্ররা যখন আমার দুর্ভাগ্যের সময়ে এগিয়ে এসেছে, তখন জীবনে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছি!”

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here