সুদীপ পাল,বর্ধমানঃ
বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দিল্লিতে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই বৈঠকে সিটু, আইএনটিটিইউসি, এইচএমএস, সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের দিকে সবাই তাকিয়ে ছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী কি আশ্বাস দেন।

কিন্তু সেরকম কোনো আশ্বাস তাঁরা পেলেন না। শ্রমিক সংগঠনগুলোর দাবি ছিল এএসপি, ভদ্রাবতী ইস্পাত কারখানা বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিল করা হোক।তাঁরা দাবি করেন, এই কারখানাগুলোতে বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন হয়।
কিন্তু কারখানা আধুনিকীকরণের জন্য সরকারের তরফে সময়ে বিনিয়োগ না হওয়ায় সেগুলি রুগ্ন হয়ে পড়ছে। সিটুর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক তপন সেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নেতা বিশ্বরূপ বন্দোপাধ্যায়।
আরও পড়ুনঃ সাংসদদের উপস্থিতিতে রেলের উচ্চপর্যায়ের বৈঠক আলিপুরদুয়ারে
সিটুর তরফে দাবি করা হয় শ্রমিকদের নতুন বেতন চুক্তি বকেয়া রয়েছে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে।অথচ ন্যাশনাল জয়েন্ট কমিটি ফর স্টিল-এর বৈঠকে নতুন চুক্তি নিয়ে আলোচনা করা হয়নি এর জেরে শ্রমিক কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
অভিযোগ, আগের বেতন চুক্তি অনুযায়ী বাস্তবে রূপায়িত হয়নি সবকিছু।যেমন,কর্তৃপক্ষের তরফে পেনশন তহবিলে অর্থ জমা দেওয়া শুরু হয়নি। এদিন বৈঠকের শ্রমিক নেতারা বিভিন্ন কারখানার জরুরী বিভাগে কর্মী সংকটের প্রসঙ্গ তোলেন।
ডিএসপি হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের দাবি জানান শ্রমিক নেতারা,স্মার্ট টাউনশিপ পরিকাঠামো উন্নয়নে মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে তাঁরা জানান।তবে বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়ে সেরকম কোনো আশ্বাস মেলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584