ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর উত্তর কোরিয়ার শাসনকর্তা কিম জং উনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে সংবাদসংস্থা ডেইলি মেইল সূত্রে জানা গেছে।
Kim Jong Un: No signs that North Korean leader is in grave danger, South says https://t.co/BcgTe49C8W
— The Washington Post (@washingtonpost) April 21, 2020
মার্কিন সংবাদ সংস্থা সিএনএন সূত্রে জানা যায় যে ১৫ এপ্রিল তাঁর ঠাকুরদার জন্মদিনের পার্টিতে অনুপস্থিত থাকার পরেই জল্পনা আরও বাড়তে থাকে যে তিনি গুরুতর অসুস্থ। তবে কিমের অসুস্থতা কতটা গুরুতর সে নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন:ব্রেকিং নিউজ:ইতিহাসে প্রথমবার তেলের দাম শূন্যের নিচে
অন্যদিকে জানা গেছে, অতিরিক্ত ধূমপান,মোটা হয়ে যাওয়া ও অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে যাওয়ার পর ৩৬ বছর বয়সী কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। তিনি অসুস্থ থাকলে তাঁর বোন দেশের শাসনভার নিতে পারেন বলে খবর।(ফিচার ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584