পালঘরের পর নান্দেদ: মহারাষ্ট্রে আবার সাধু হত্যা

0
114

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

মহারাষ্ট্রের আবার সাধু হত্যা।গত ১৮ই এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু সহ মোট তিন জনের গণপিটুনিতে হত্যায় দেশব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর এবার মহারাষ্ট্রের নান্দেদ।

নান্দেদের পুলিশ সুপারিনটেনডেন্ট বিজয় মাগারের তথ্য অনুযায়ী দুই অজ্ঞাত পরিচয় ব্যাক্তি শনিবার আশ্রমে ঢুকে শিবাচারিয়া নির্ভানারুদ্রা পশুপতিনাথ মহারাজের চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয়।

তারপর ওই দুষ্কৃতীরা নগদ ৬৯ হাজার টাকা, ল্যাপটপ, বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী ও গাড়ির চাবি নিয়ে পালানোর চেষ্টা করে। যাওয়ার আগে মহারাজকে হত্যা করে।
কিন্তু গাড়ি নিয়ে পালানোর সময় মেন গেটে দুষ্কৃতীরা ধাক্কা মারে। আশ্রমের বাকিরা জেগে উঠে তাড়া করলে তারা বাইকে করে চম্পট দেয়।

ইতিমধ্যেই নান্দেদ ব্যাপী দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন:পালঘর সাধু হত্যায় গ্রেফতার হওয়া ১০১ জনের মধ্যে কোনও মুসলিম নেই: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় এক দশক আগে শিবাচারিয়া নির্ভানারুদ্রা পশুপতিনাথ মহারাজ কর্ণাটক থেকে এসে মহারাষ্ট্রের নান্দেদে আশ্রম প্রতিষ্ঠা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here