প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
সামাজিক দূরত্ব দূরঅস্ত। সাত সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাজারে জনসমাগম দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। কেউ তা দেখে,আবার বাজার না করেই ঘুরে এসেছেন। এসব সমস্যা দেখে মূল বাজার অস্থায়ী ভিত্তিতে তুলে নিয়ে গিয়ে ‘খেলার মাঠে’ লক্ষণরেখা এঁকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রচুর মানুষ একসাথে বাজার করছেন জমজমাট এলাকায়।
আবার নেতাজি পল্লী সংলগ্ন এলাকার তিস্তা ক্যানেলের ভেতরেই ক্রিকেট খেলায় মত্ত হয়ে উঠেছে শিশু থেকে কিশোর অনেকেই। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেক তথ্য। অসংখ্য মানুষ যখন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লকডাউন সফল করতে ব্যস্ত তখন উল্টোদিকে এমনই কিছু চিত্র ধরা পড়েছে। অথচ ইসমালপুর মহকুমার গ্রামগুলিতে দিল্লি, মহারাষ্ট্র, কেরালা থেকে প্রচুর ভিন রাজ্যের শ্রমিক বাড়ি ফিরে এসেছে।
আরও পড়ুনঃ ৪৯জন শ্রমিককে ঘরে ফেরাল চুঁচুড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা
পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান, বাজারের ঘিঞ্জি এলাকা কোনোভাবে নিরাপদ নয়। বাড়ছে ভিড়। এসব দেখে মূল বাজার কোট ময়দানে স্থানান্তর করা হচ্ছে অস্থায়ীভাবে। তবে অন্যান্য ছোট ছোট বাজারও বিভিন্ন মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে তাঁবু টাঙিয়ে অস্থায়ী বাজার তৈরীর কাজে ব্যস্ত অনেকেই। সোমবার থেকে তা শুরু হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584