নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ২ রা মার্চ থেকে ৯ ই মার্চ পর্যন্ত প্রথম পর্বের ৩০ টি আসনে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে। প্রথম পর্বে ৩০ টি আসনে ভোট হবে ২৭ শে মার্চ।
কিন্তু কোন রাজনৈতিক দল এখনও পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষণা করেনি। তা বলে কি নির্বাচনী প্রচার পিছিয়ে থাকবে।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা এলাকা জুড়ে বিভিন্ন ছড়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখনের কাজ জোরকদমে শুরু হয়েছে।
বিভিন্ন ছড়ার মাধ্যমে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে তৃনমূলের কর্মীরা। কোথাও লেখা রয়েছে বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী,ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রী তে হবে,বন্ধু এবার খেলা হবে।আবার কোথাও লেখা রয়েছে বাইরে থেকে বর্গী আসে, নিয়ম করে প্রতিমাসে, তুমিও রবে আমিও রবো, বন্ধু এবার খেলা হবে ।
এরূপ একাধিক ছড়ার মাধ্যমে বিজেপিকে টেক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে ।প্রথম রাউন্ডে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কর্মীদের আশা এবার যিনি দলের প্রার্থী হবেন ২০১৬ সাল এর থেকে তিনি বেশি ভোটে নির্বাচিত হবেন।
কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরিব মানুষের সরকার। তাই জনতার দরকার মমতার সরকার। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে যেমন নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিয়েছে তেমনি জোর কদমে দেওয়াল লিখনের কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন
শালবনির যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই শুধু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে জোড়া ফুলের ছবি আঁকা রয়েছে। কিন্তু মাঝে মধ্যে দু এক জায়গায় পদ্ম ফুলের ছবিও দেখা যাচ্ছে। যার ফলে দেওয়াল লিখনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিজেপি ,এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584