সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ




সাত দিন নিখোঁজ থাকার পর রক্তাক্ত দেহ উদ্ধার হল পুকুর থেকে।দেহ উদ্ধার করলো মহেশতলা থানার কালিতলা ফাঁড়ির পুলিশ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কালিতলা ফাঁড়ির সোনামুখীর বাজারের হালদারদের পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।মৃত যুবকের নাম গৌতম মালিক(২৭),বাড়ি দক্ষিণ২৪ পরগণার বিষ্ণুপুর থানার কেওড়াডাঙ্গা গ্রামে।
মৃত যুবকের পরিবারের অভিযোগ,মদের আসরে টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের জেরে পরিকল্পিত ভাবে খুন গৌতমকে।পরিবার সূত্রে জানা যায়,রাজ মিস্ত্রির ঢালাইয়ের কাজে গিয়েছিল গৌতম,মহেশতলা থানার কালিতলা ফাঁড়ির কলাগাছিয়ার সোনামুখিতে,গত ২৬ শে ডিসেম্বর।পরিবারের পক্ষ থেকে কালিতলা ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।স্থানীয় সূত্রে খবরের ভিত্তিতে মৃত যুবকের বাড়ির লোকজন মৃত যুবকের সঙ্গে থাকা তিন জনের নাম জানতে পারে এবং সেই তিনজনের নামে কালিতলা ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।মৃত যুবকের সঙ্গে থাকা বলরাম দাস,দীপঙ্কর রায়,লালমোহন পুলিশের কাছে নাকি স্বীকার করে যে তারা ওর সঙ্গে ছিল কিন্তু গৌতম মালিক কোথায় গিয়েছে জানে না।পরিবারের লোকজনদের বক্তব্য যে গৌতম মালিককে মুখ থেঁতলে খুন করা হয়েছে।মৃত যুবকের পরিবারের আরও বলেন যে,যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই পুকুরে ইলিশ মাছ ধরার জাল দিয়ে দুই তিনবার টানা দেওয়া হয়েছে তখন পাওয়া গেল না আজ কি করে সেই পুকুরে দেহ এক কিভাবে?তাছাড়া রাস্তার মোড়ে সিসিটিভি বসানো আছে পুলিশ খতিয়ে দেখলেই ধরা পড়বে অপরাধী।পরিবারের পক্ষ থেকে পুলিশের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।কালিতলা ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে,আর দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেবে মহেশতলা থানার কালিতলা ফাঁড়ির পুলিশ।পরিবারের লোকজনদের অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কালিতলা ফাঁড়ির পুলিশ।


আরও পড়ুন: রক্তদান শিবির,বস্ত্র বিতরণে প্রতিষ্ঠা দিবস উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584