স্বাধীনতার পর কেটে গিয়েছে ৭০ বছর, হয়নি পাকা রাস্তা

0
23

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বর্ষাকাল পার হয়ে গেলেও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের মানুষদের দৈনন্দিন পথ চলাচলের ছবিটা একটু অন্যরকম।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন থেকে আলুডাঙা যাওয়ার রাস্তা বহুদিন ধরেই বেহাল অবস্থায় পরে রয়েছে। যাতায়াতের জন্য একমাত্র ভরসাযোগ্য এই রাস্তায় এক বুক জল জমে থাকায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এলাকার মানুষ।

after seventy years road isn't perfect | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, গুটার রাস্তা কাঁচা থাকলেও আলুডাঙা যাওয়ার কিছু আগে প্রায় ১০০ মিটার রাস্তায় এক বুক জল। পায়ে হাঁটা রাস্তাই জল পার করে যেতে হচ্ছে জন্য এলাকাবাসী নৌকা চাইছে। এলাকার মানুষ জানিয়েছেন প্রত্যেক বছর বর্ষাকালের পর পাঁচ থেকে ছয় মাস এভাবেই কাটান তাঁরা। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এভাবেই কাটছে দিন।

আরও পড়ুনঃ বাংলাদেশি বন্দী নাবালকদের মুক্তির ঘোষনা, স্বস্তি ফিরল ‘শুভায়ন হোমে’

ভোট আসে ভোট যায় কিন্তু আদিবাসী অধ্যুষিত এই গ্রামের মানুষেরা এভাবে কষ্টেই দিন কাটান। এই পাটন থেকে আলুডাঙা গ্রামের পাশেই অবস্থিত আরও ছয় থেকে সাতটি গ্রাম যেমন পারগাও, শিমুলডাঙা, কাটাডাংগী, মেলানি এই সমস্ত গ্রামে আদিবাসী অধ্যুষিত মানুষের বসবাসকে প্রভাবিত করেছে।

এই বেহাল দশার কথা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সকলেই জানেন কিন্তু কোনও সুরাহা এখনও পর্যন্ত হয়নি। আলুডাঙা এলাকার ছাত্রছাত্রীরা স্কুল থেকে গঙ্গারামপুর পর্যন্ত আসতে পারছে না। বয়স্ক মানুষ থেকে প্রসূতি মা- অনেককেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি শীঘ্রই স্থায়ী ব্রিজ ও রাস্তাটি পাকা করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here