নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দীর্ঘ ছ’বছর পরে কলকাতা মেট্রো-সফরের খরচ বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোর তরফে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ৫ ডিসেম্বর থেকে।
তবে রেট বদলানো হয়েছে সর্বনিম্ন (৫ টাকা) ও সর্বোচ্চ (২৫ টাকা) ভাড়াকে পরিবর্তিত না করেই। অর্থাৎ বদলটা হয়েছে মাঝখানের দূরত্ব-ভিত্তিক ভাড়া বিভাজনে। আগে পাঁচ কিলোমিটার যেতে খরচ হতো পাঁচ টাকা। এখন সেই ভাড়ায় দুই কিলোমিটার অবধি যাওয়া যাবে।
পরের ধাপগুলিতে ভাড়া বেড়েছে কতকটা এভাবেঃ
• ২-৫ কিমি= ১০ টাকা।
• ৫-১০ কিমি=১৫ টাকা।
• ১০-২০ কিমি=২০ টাকা।
তার বেশি দূরত্ব সফর করলে ভাড়া লাগবে ২৫ টাকা। অর্থাৎ মোটের উপরে পাঁচ টাকা ভাড়া বাড়ছে।
আরও পড়ুনঃ বিজ্ঞান প্রদর্শনী ইন্দুমতী গার্লস হাইস্কুলে
মেট্রো সূত্রের খবর, আগে একাধিক বার ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছিল দিল্লিতে। কিন্তু নানা কারণে এত দিন তা প্রয়োগ করা হয়নি।
অবশেষে মেট্রো-কর্তৃপক্ষের তরফে পাঠানো ভাড়ার প্রস্তাবে রেল মন্ত্রকের ফিনান্স ডিরেক্টরেটের ছাড়পত্র মেলায় এ বার ভাড়ার বর্ধিত হার কার্যকর হতে চলেছে। ভাড়া বাড়ানোর কারণ হিসেবে আনুষঙ্গিক সব কিছুর মূল্যবৃদ্ধির কথাই বলছে রেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584