ওয়েব ডেস্কঃ
পুলওয়ামা হামলার ঠিক ১২ দিনের মাথায় পাল্টা প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার । আজ ভোরে মিরাজ ২০০০ এর ১২ টি ফাইটার জেট বিমান পাকিস্তানের বালাকোটায় ঢুকে চুরমার করে দিয়েছে জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠী সহ হিজবুল মুজাহিদীন ও লস্কর-ই-তৈবা জঙ্গীঘাঁটি । সফল সার্জিক্যাল স্ট্রাইকে খতম অন্তত ৩০০ জঙ্গি বলে দাবি ভারতীয় সেনার ।পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জন সেনাকে হারিয়ে দেশ প্রেমের আগুনে পুড়তে থাকা দেশবাসীর মনে যেন জঙ্গিদের খতমের খবর এক স্বস্তির নিঃশ্বাস ।
কিন্তু সেদিন যে সেনা জাওয়ানরা শহীদ হয়েছিলেন তাঁদের পরিজনরা কতটা খুশি হলেন আজকের প্রত্যাঘাতে ?
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে উলুবেড়িয়ার নিহত শহীদ জাওয়ান বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা বরং এই ঘটনার পর ক্ষোভ উগরে দিলেন । শহীদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা নাম না করে প্রধানমন্ত্রী মোদির প্রতি ক্ষোভ উগরে জানান ” সরকার আমাদের প্রতিবেশী দেশকে ভয় পাওয়ানোর জন্য করেছে, না কীসের জন্য করেছে, সেটা উনিই ভাল বলতে পারবেন। ভবিষ্যতে যদি উনি মনে করেন পাকিস্তান গুঁড়িয়ে দেবেন, তবে তাই করবেন। ওঁদের হয়তো এটা ঠিক মনে হয়েছে, তাই করেছেন। আমার স্বস্তি বা অস্বস্তির কোনও জায়গা নেই এখানে। যা হারিয়েছি, তা আর ফিরে পাব না। সুতরাং সরকার কী করবে, আর কী করবে না, সেটা ওঁদেরকেই ঠিক করতে হবে। ”
স্বামী হারানোর যন্ত্রণায় ক্ষোভে ফুঁসতে থাকা মিতা ঠিক কী বলতে চাইছেন তা আরো স্পষ্ট করে দিয়ে বলেন, “ভারতবর্ষকে সুরক্ষা দেওয়ার জন্য যে বাহিনী দিনরাত কাজ করছে, তাঁদের সুরক্ষার দিকে যেন নজর দেয় সরকার। সংবাদমাধ্যমে জেনেছি, ওঁর কাছে হামলার আগাম খবর ছিল, তাহলে কেন সতর্ক করা হল না? পুলওয়ামা হামলার পর জম্মু-শ্রীনগর বিমান পরিষেবায় ছাড়পত্র দেওয়া হয়েছে, আগে কেন হল না? কেন গাড়িগুলো ঝরঝরে ছিল? কেন জ্যামার লাগানো ছিল না? ভারতের সব জায়গাতেই কি এই বাহিনীর জন্য সুরক্ষা দেওয়া হয়? সরকারের কাছে আমর এই প্রশ্নগুলোই রয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584