নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দুটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে অ্যাসিড আক্রান্ত হতে হল মা ও মেয়েকে,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার তল্লাশিয়া গ্রামে,ঘটনা বছর সাতেক আগে তল্লাশিয়া গ্রামের বাসিন্দা বিদ্যাসাগর মান্না ওরফে দীনেশ পেশায় পান পান ব্যবসায়ী,মিন্টু মান্নার সঙ্গে বিয়ে হয় তারপর থেকেই খুব সুখেই সংসার করছিলেন স্বামী ও স্ত্রী,তারপর একটি কন্যা সন্তানের জন্ম দেয় মিন্টু দেবী,তার পর থেকে আরও উজ্জ্বল আলো ফুটে ওঠে বিদ্যাসাগর ও মিন্টুর দেবীর পরিবার,গত দেড়বছর আগে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয় মিন্টু দেবী,তার পর থেকেই প্রতিনিয়ত অত্যাচারিত হতে হয় স্ত্রী মিন্টু দেবীর ওপর,এলাকাবাসীর বক্তব্য মাঝে মধ্যেই বিদ্যাসাগর মানসিক অত্যাচার করত মিন্টু দেবীর উপর,শুক্রবার রাতে যখন স্ত্রী মিন্টু দেবী ও তাঁর ছোট মেয়ে কুমার ছিলেন সেই সুযোগে বিদ্যাসাগর মান্না ওরফে দিনেশ তাঁদের উপর অ্যাসিড ছোঁড়েন বলে অভিযোগ,এরপরেই এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: শিয়রে পৌষ সংক্রান্তি,তবু নেই ঢেঁকির আওয়াজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584