নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
বিতর্কের জেরে সিনেমার নাম বদলাতে বাধ্য হলেন ‘লক্ষ্মীবম্ব’ নির্মাতারা। শুক্রবার বদলানো হল সিনেমার নাম। এরপর আজ শনিবার পরিবর্তিত নাম নিয়ে মুক্তি পেল সিনেমার নয়া পোস্টার।
এই পোস্টার প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি নিজে সেই পোস্টার টুইট করে লিখেছেন, “এখন প্রত্যেক ঘরে ঘরে আসবে লক্ষ্মী। ৯ নভেম্বর বাড়ির লোকদের নিয়ে প্রস্তুত থাকবেন।”
প্রসঙ্গত, ‘লক্ষ্মীবম্ব’ নামের মাধ্যমে হিন্দু ধর্মের দেবী লক্ষ্মীকে অপমান করা হয়েছে, এমনই অভিযোগ তুলে হিন্দু সেনা সংগঠন চিঠি পাঠিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। যার জেরে ছবির নাম পরিবর্তন করে নয়া পোস্টার লঞ্চ করতে বাধ্য হন নির্মাতারা।
Ab harr ghar mein aayegi #Laxmii! Ghar waalon ke saath taiyaar rehna 9th November ko!🤩#FoxStarStudios #DisneyPlusHotstarMultiplex #YehDiwaliLaxmiiWali@advani_kiara @offl_Lawrence @Shabinaa_Ent @tusshkapoor @foxstarhindi @DisneyplusHSVIP #CapeOfGoodFilms #ShabinaaEntertainment pic.twitter.com/16uupJuC7P
— Akshay Kumar (@akshaykumar) October 31, 2020
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সঙ্গে আলোচনা করে ছবির তিন প্রযোজক অক্ষয় কুমার, তুষার কাপুর এবং সাবিনা খান নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দুধর্মের ভাবাবেগে যাতে আঘাত না লাগে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ বন্ধুত্বের হাত বাড়িয়ে ‘পাই সুজন’
অক্ষয় কুমার ও কিয়ারা আডবানি অভিনীত এই ছবির নাম ‘লক্ষ্মীবম্ব’ থেকে বদলে শুধু ‘লক্ষ্মী’ রাখা হয়েছে। নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘বম্ব’ শব্দটি।
আরও পড়ুনঃ ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০’র ভার্চুয়াল আয়োজন
মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে অক্ষয় কুমারের বহু প্রতিক্ষীত ছবি ‘লক্ষ্মীবম্ব’। কখনও পরিচালক রাঘব লরেন্স সিনেমার দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন তো আবার কখনও বা সিনেমার নাম নিয়ে আপত্তি তুলেছে হিন্দু সেনা এবং কর্ণি সেনাবাহিনিরা। আবার লাভ জিহাদের প্রচার করার অভিযোগও উঠেছে এই সিনেমার বিরুদ্ধে।
অক্টোবরের গোড়ার দিকেই মুক্তি পেয়েছে এই হরর-কমেডি ঘরানার সিনেমার ট্রেলার। যা দেখে নেটদুনিয়ায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584