আইএসএল প্রমো করে বিতর্কে সৌরভ

0
108

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

এবার নিজের শহর কলকাতাতে অপমানিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌজন্যে আইএসএলের প্রমো। যেখানে দেখানো হয়েছে এক বাবা-ছেলের গল্প। বাবা মোহনবাগান সমর্থক এবং ছেলে এটিকের।

Saurav Ganguly | newsfront.co
বিতর্কিত প্রোমোতে সৌরভ

একদিন বাবা ও ছেলে নিজেদের দলের জার্সি ওয়াশিং মেশিনে দিল এবং তারপর দু’জনেই এটিকে-মোহনবাগানের জার্সি পেল ওয়াশিং মেশিন থেকে। একই রঙের জার্সি পরে তারা ব্যালকনিতে এসে নিজেদের দল নিয়ে উচ্ছ্বাস করছেন।

তারপর ঠিক উল্টোদিকের বাড়িটি থেকে ইস্টবেঙ্গল সমর্থক বাবা-ছেলে বললেন, আমরাও আছি। সবশেষে এটিকে-মোহনবাগানের অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় এসে স্লোগান দিলেন, “কাম অন, বেঙ্গল! লেটস ফুটবল।“

আরও পড়ুনঃ আইএসএল থেকে ছিটকে গেলেন জবি

মোহনবাগান সমর্থকরা চরম ক্ষিপ্ত এই প্রোমো ভিডিও নিয়ে। তাঁদের বক্তব্য, “মাতৃসম ক্লাবকে এভাবে ওয়াশিং মেশিনের মাধ্যমে দেখানো হল, আর সেই ভিডিওটি সমর্থন করছেন খোদ ক্লাবের সহ-মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগানের মতো ঐতিহাসিক ক্লাবের সঙ্গে এ কেমন ব্যবহার!”

ইস্টবেঙ্গল সমর্থকরা এই প্রোমো ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ঠাট্টা-তামাশা করতে শুরু করেছেন। তাঁরা বলছেন, “মোহনবাগান এবং এটিকে-কে মেলাতে শেষমেশ ওয়াশিং মেশিনের দ্বারস্থ হতে হল!”

আরও পড়ুনঃ মেসির প্রশংসায় মারাদোনা

অনেকে ফেসবুকে লেখেন টাকার জন্য সৌরভ সবকিছু করতে পারেন, অনেকে লেখেন সৌরভ কলকাতার ফুটবলের আবেগ জানে না। অনেকে আবার ক্ষুব্ধ হয়ে বলেন গ্রেগ চ্যাপেল সৌরভকে দল থেকে সরিয়ে একদম ঠিক কাজ করেছিল।

যদিও এই ইস্যুতে মোহনবাগান অর্থ সচিব দেবাশীষ দত্ত বলেন, এটিকে -মোহনবাগান সমর্থকদের আবেগ বোঝে যদি কিছু ভুল বোঝাবুঝি হয় সেটা ঠিক করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here