সংস্কারের পর নবরূপে চালু হওয়ার পথে বালুরঘাট রবীন্দ্র ভবন

0
155

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

After the repair balurghat rabindra bhavan newly start
নিজস্ব চিত্র

নতুন রুপে সাজতে চলেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের রবীন্দ্রভবন।সংস্কারের জন্য কয়েক বছর বন্ধ থাকার পর আগামী কয়েক মাসের মধ্যে আবারও চালু হতে চলেছে বালুরঘাটের রবীন্দ্রভবন।এমনই জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক শান্তুনু চক্রবর্তী।প্রসঙ্গত উল্লেখ যে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জীর্ণ দশার দিকে এগিয়ে চলা বালুরঘাটের রবীন্দ্রভবনের সংস্কার কাজ শুরু হলেও ২০১৩ সালে কেন্দ্র সরকারের কাছ থেকে রবীন্দ্রভবন সংস্কারের ৬০ শতাংশ টাকা না পাওয়ার কারনে বালুরঘাটের রবীন্দ্রভবন সংস্কারের কাজ বন্ধ হয়ে মাঝ পথে বন্ধ হয়ে যায়।পরবর্তীতে বালুরঘাট লোকসভার সাংসদ অর্পিতা ঘোষ উদ্যোগী হন বালুরঘাট রবীন্দ্রভবনের সংস্কারের জন্য।

After the repair balurghat rabindra bhavan newly start
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ  আমিনার স্থলাভিষিক্ত পার্থ,রবীন্দ্রনাথের গোঁসা

এরপর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক বরাদ্দ ৫ কোটি ৬ লক্ষ টাকা দিয়ে ফের শুরু হয় রবীন্দ্রভবন সংস্কারের কাজ।বর্তমানে জোরকদমে চলছে বালুরঘাটের রবীন্দ্রভবনটির সংস্কারের কাজ।তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে খবর সংস্কারের পর নতুন রুপে সাজতে চলেছে বালুরঘাটের রবীন্দ্রভবন।জানা গেছে শুধুমাত্র সংস্কারই নয়,বালুরঘাটের রবীন্দ্রভবনটি হতে চলেছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত।এদিকে সংস্কার কাজ শেষে খুব শীঘ্রই বালুরঘাটের রবীন্দ্রভবন আবারও সংস্কৃতি চর্চার স্রোতে ফিরতে চলেছে এহেন খবর জেলায় ছড়িয়ে পড়তেই খুশি দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি প্রেমী মানুষরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here