ভোট দিলেও ফেরা হলো না বসতবাড়িতে

0
45

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

after voting can't back to home
নিজস্ব চিত্র

দীর্ঘ তিন বছর পর ভোটাধিকার নিয়ে ভোট দিল একশো পরিবার।কেন্দ্রীয় বাহীনি ও রাজ্য পুলিশের সহযোগে ভোট দিল তারা।ভোট দিলেও আজও তারা বাড়ি ছাড়া।ভোট দিয়েছে ঠিকিই কিন্তু ঘরে ফেরার অধিকার আজও মিললো না। মগরাহাট পূর্ব বিধানসভার উড়েলচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।গত তিন বছর আগে থেকে ঘর ছাড়া শতাধিক পরিবার।

after voting can't back to home
নিজস্ব চিত্র
after voting can't back to home
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিচ্ছিদ্র নিরাপত্তায় পুননির্বাচন শালতোড়ার ছাতার কানালীতে

জায়গা সংক্রান্ত বিবাদে জরিয়ে ছিল মন্ডল পরিবার।যেখানে দুষ্কৃতীদের হাতে পারুলের ছেলেকে খুনও হতে হয়েছিল।তারপর রাজনৈতিক তরজায় জড়িয়ে পরে উত্তর উড়েলের মন্ডল পাড়া। মারধর ভাঙচুর অত্যাচার চলে।সমস্যার জট কাটেনি তাই আজও ফিরতে পারেনি মগরাহাট পূর্ব বিধানসভার এই সব বাসিন্দারা।পঞ্চায়েত ভোটে ভোট দিতে না পারায় ক্ষোভ জন্মেছিল।

বিজেপি আজও দখলে রেখেছে এলাকা। আজ ভোট দিয়ে সস্তিতে তারা, কিন্তু বাড়ি ফেরা আজও হলোনা তাদের।আত্মীয় পরিজন বা ভাড়া বাড়িতে অতিবাহিত হচ্ছে দিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here