সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
দীর্ঘ তিন বছর পর ভোটাধিকার নিয়ে ভোট দিল একশো পরিবার।কেন্দ্রীয় বাহীনি ও রাজ্য পুলিশের সহযোগে ভোট দিল তারা।ভোট দিলেও আজও তারা বাড়ি ছাড়া।ভোট দিয়েছে ঠিকিই কিন্তু ঘরে ফেরার অধিকার আজও মিললো না। মগরাহাট পূর্ব বিধানসভার উড়েলচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।গত তিন বছর আগে থেকে ঘর ছাড়া শতাধিক পরিবার।
আরও পড়ুনঃ নিচ্ছিদ্র নিরাপত্তায় পুননির্বাচন শালতোড়ার ছাতার কানালীতে
জায়গা সংক্রান্ত বিবাদে জরিয়ে ছিল মন্ডল পরিবার।যেখানে দুষ্কৃতীদের হাতে পারুলের ছেলেকে খুনও হতে হয়েছিল।তারপর রাজনৈতিক তরজায় জড়িয়ে পরে উত্তর উড়েলের মন্ডল পাড়া। মারধর ভাঙচুর অত্যাচার চলে।সমস্যার জট কাটেনি তাই আজও ফিরতে পারেনি মগরাহাট পূর্ব বিধানসভার এই সব বাসিন্দারা।পঞ্চায়েত ভোটে ভোট দিতে না পারায় ক্ষোভ জন্মেছিল।
বিজেপি আজও দখলে রেখেছে এলাকা। আজ ভোট দিয়ে সস্তিতে তারা, কিন্তু বাড়ি ফেরা আজও হলোনা তাদের।আত্মীয় পরিজন বা ভাড়া বাড়িতে অতিবাহিত হচ্ছে দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584