ডিজিটাল ভোট প্রচারে খরচের শীর্ষে বিজেপি

0
53

পল্লব দাস,ওয়েবডেস্কঃ

প্রচারের বৈচিত্র্যতা বাড়ে বাড়ে সামনে এসেছে লোকসভা নির্বাচনকে ঘিরে।আজ সপ্তম তথা শেষ দফার ভোট।এরপর এক্সিট পোল নিয়ে শুরু হবে বিশ্লেষণ তারপর ফলাফলের দিন আবার যুদ্ধের চুল ছেঁড়া বিচার।তবে ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার কেমন চললো সে রিপোর্ট জানা আছে কি ? কি বলছে সোশ্যাল পোল,কে কত ভেট চড়ালো বিজ্ঞাপনে ?

সোশ্যাল মিডিয়া যেমন গুগল,ফেসবুকে সবচেয়ে বেশি প্রচারের জন্য খরচ করছে কেন্দ্রের শাসক দল।একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই প্রচার বিজ্ঞাপনগুলি সম্প্রসারিত হয়।

ফেসবুক অ্যাড লাইব্রেরি রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলি ১.২১ লক্ষ বিজ্ঞাপন দেয় যার জন্য এরা ২৬.৫ কোটি টাকা ব্যায় করে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত।ফেসবুক ছাড়াও গুগল বা ইউটিউবে ১৪৮৩৭ টি বিজ্ঞাপন চালানো হয় যার জন্য ব্যায় হয় ২৭.৩৬ কোটি টাকা।

ভারতীয় জনতা পার্টি ৪.২৩ কোটি টাকা খরচ করেছে ২৫০০ টি বিজ্ঞাপন ফেসবুকে চালানোর জন্য।তাদের বিভিন্ন ফেসবুক চ্যানের রয়েছে যেমন- ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’,ভারত কে মন কি বাত’,’নেশন উইথ নামো’ ইত্যাদি।মিলিয়ন সংখ্যায় ব্যবহারকারীরা গুগল প্ল্যাটফর্ম থেকে সেই বিজ্ঞাপন দেখেছে,যার জন্য খরচ হয়েছে প্রায় ১৭ কোটি টাকা।

অন্যদিকে কংগ্রেস ১.৪৬ কোটি টাকা ব্যয়ে ৩৬৮৬ টি বিজ্ঞাপনী প্রচার চালিয়েছে।২.৭১ কোটি টাকা গুগলে ব্যায় করেছে ৪২৫ টি বিজ্ঞাপন চালানোর জন্য।এছাড়াও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফেসবুকে ২৯.২৮ লক্ষ টাকা,আম আদমি পার্টি ১৩.৬২ লক্ষ টাকা খরচ করে যদিও ফেব্রুয়ারিতে প্রচারের সময় সে অঙ্ক কোটিতে পৌঁছেছিল বলে গুগল পলিটিক্যাল ড্যাস বোর্ড রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে।

ইদানিং অর্থের বর্ষণ যে হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারে তা স্পষ্ট কিন্তু ২৩ মে ফলাফলের পর বোঝা যাবে সে অর্থ জলে গেল নাকি উঠে এলো।ডিজিট্যাল ইন্ডিয়া কি কখনো সত্যিই অর্থনীতিক ভাবে উন্নত হতে পারবে প্রশ্ন রয়েই গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here