সুদীপ পাল,বর্ধমানঃ
আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান আসবেন। তার আগে শহর বর্ধমানে টাউন হলের সামনে একটি নামকরা রেস্তোরাঁয় বোমাবাজির ঘটনায় ব্যবসায়ী মহলে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাত ১১টা নাগাদ দোকান বন্ধ করার সময় আচমকা ক্যাশ কাউন্টারের সামনে বোমাবাজি করা হয়।
বোমার আঘাতে দোকানের ৬ কর্মী জখম হয়েছেন। রেস্তোরাঁর মালিক রতন সোনকার বলেন, তাঁর ছেলেকে ফোন করে বলে ১০ লক্ষ টাকা দিতে হবে। নাহলে রেস্তোরাঁয় বোমা মারা হবে।
রাতেই বর্ধমান থানায় গিয়ে এ ব্যাপারে একটি অভিযোগ জানাতে যান তিনি। কিন্তু পুলিশ কোনও একটা বিষয়ে ব্যস্ত থাকায় তাঁরা পর অভিযোগ জানাবেন বলে বাড়ি ফিরে আসেন।
আরও পড়ুনঃ খড়গ্রামে বোমাবাজির ঘটনায় আহত ৩
যে নম্বর থেকে টাকা চাওয়া হয়েছিল সে নম্বরে ফোন করা হয়েছিল। কিন্তু সুইচ অফ করে রাখা ছিল। বাড়িতে ফিরে যাওয়ার পর দোকান থেকে ফোন আসে। জানানো হয় রেস্তোরাঁয় বোমা মারা হয়েছে।
বোমা মারার পর বর্ধমান থানায় অভিযোগ জানানো হয়। ফের ওই নম্বর থেকে টাকা চেয়ে বোম মারার হুমকি আসে। উল্লেখ্য, বর্ধমান শহরে এর আগে দুটি দোকানে বোম মারা হয়েছিল।
পরপর তিনটি দোকানে বোমাবাজির ঘটনায় শহরের ব্যবসাদাররা আতঙ্কিত বলে মন্তব্য করেন চেম্বার অফ কমার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584