মোহনা বিশ্বাস, কলকাতাঃ
ভাই-বোনের এক স্নেহের সম্পর্কের গল্প নিয়ে আসছে ‘আবার অপু ও দুর্গা’। সত্যজিৎ দাস পরিচালিত এই ছবিতে আবারও দেখা যাবে অপু ও দুর্গাকে। এই অপু- দুর্গার গল্পটা একটু অন্যরকম। অপু, দুর্গার বাবা কোমায় থাকবেন।
বাবার চিকিৎসার খরচ জোগাতে পড়াশোনা ছেড়ে দিয়ে কলকাতায় সেলাইয়ের কাজ করতে যায় দুর্গা। এরপর একদিন দুর্গা অ্যাসিড আক্রান্ত হয়। আর তারপরই দুর্গার জীবনে আসে নতুন মোড়।
নিলম ফিল্মস্ নিবেদিত তনুময় দে প্রযোজিত এই ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছে শিশু শিল্পী তিয়াস দে, দুর্গার চরিত্রে অভিনয় করেছেন
স্নেহা বিশ্বাস এবং খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার। এছাড়াও আরও তারকা অভিনয় করেছেন এই ছবিতে।
বৃহস্পতিবার এই ছবিটির নাম ঘোষণা করলেন পরিচালক সত্যজিৎ দাস। এর আগে সত্যজিৎ বাবুর পরিচালিত ‘পেন্টিং ইন দ্য ডার্ক’ ছবিটিও সাফল্যের সঙ্গে মুক্তিলাভ করেছিল।
ইতিমধ্যে দেশে ও বিদেশের বহু জায়গায় প্রদর্শিত হয়েছে এই ছবিটি। সত্যজিৎ রায়ের সৃষ্টি ‘পথের পাঁচালী’-র অপু, দুর্গা আবারও ফিরছে ‘আবার অপু ও দুর্গা’ ছবিতে।
নতুন অপু, দুর্গাকে দেখার জন্য ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকতে হবে দর্শককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584