ছয়দিনের পূর্বের দুর্ঘটনাস্থলে পুনরায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা,আহত দশ

0
63

শুভেন্দু হাওলাদার, পূর্ব মেদিনীপুরঃ

পথ দুর্ঘটনায় মেচেদা রাজ্য সড়কে মহিষদলের কাছে গোপালপুরে জখম হয়েছে দশজন বাস যাত্রী৷আহতদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর৷জানা গিয়েছে, ওই যাত্রীবাহী বাসটি মেদিনীপুর থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল৷মেচেদা রাজ্য সড়কে মহিষাদলের কাছে গোপালপুর আসতেই ঘটে বিপর্যয়৷ রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি৷রাস্তার পাশে থাকা একটি দোকানে যাত্রী সহ বাসটি উলটে যায়৷ ঘটনায় দশজন বাস আরোহী গুরুতর আহত হয়।তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে৷

স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ।নিজস্ব চিত্র

খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা৷দিন ছয় আগে একই জায়গায় দুটি বাসের মুখোমুখি সংর্ঘষে ১৫ জন বাস আরোহী গুরুতর জখম হয়েছিল৷তার জের কাটতে না কাটতেই ফের বাস দুর্ঘটনা৷এক বাসিন্দা জানান,এর আগেও এই জায়গায় বহু দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ তাসত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি৷ পরে মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উদ্ধারকাজ শুরু করে৷ওই বাসের চালক স্টিয়ারিংয়ে আটকে গিয়েছে৷ তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ তবে চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

আরও পড়ুনঃ বুদবুদ থানার মামলার শুনানি পূর্ব বর্ধমান জেলা আদালতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here