পুননির্বাচনে অর্ধশতাধিক বুথে ছাপ্পার অভিযোগে

0
61

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ
বুধবার ছিল পুনঃভোটের দিন। এই ভোটকে কেন্দ্র করে এই নদীয়া জেলায় ভোটের বলি হয়েছেন তিনজন। পুনর্গঠিত নকল করার অভিযোগ উঠেছে এ বিরোধে র তরফ থেকে‌।
বিরোধীদের অভিযোগ যে সকাল থেকেই শাসকদলের বাইক বাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে এবং ছাপ্পা ভোট হয়েছে।
মঙ্গলবার রাত থেকেই বিরোধীদের বাড়ি বাড়ি হুমকি প্রাণনাশের ভয় দেখিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে যাবার জারি করা হয়েছিল এমনটাই অভিযোগ বিরোধী নেতাদের তরফ থেকে করা হয়েছে।
তবে শাসক দলের তরফ থেকে  দাবি করা হয়েছে যে দ্বিতীয় দিনে ভোটকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা সুষ্ঠুভাবেই নির্বিঘ্নে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দান করেছেন বলে দাবি।
একথা মানতে নারাজ ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক মহাদেব সরকার অভিযোগ করেছেন যে ভোটের প্রথম দিন থেকেই ব্যাপক সন্ত্রাস তৈরি করে একের পর এক খুনের ঘটনা ঘটিয়েছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা। শান্তিপুর তেহট্টে পলাশীপাড়া শাসক দলের কর্মীরাই এমনটাই অভিযোগ তৃণমূল নেতাদের। আরো অভিযোগ যে বিরোধীরাই পরিকল্পিতভাবে শাসক দলের কর্মী-সমর্থকদের ওপর হামলা এবং খুনের মত ঘটনা ঘটাচ্ছে।
বুধবার বিকেল পর্যন্ত জানা গিয়েছে যে প্রতিটি বুথে
দীর্ঘ লাইন চোখে পড়েছিল। শাসক দলের তরফ থেকে চাপা ভোটের কথা অস্বীকার করা হয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি তথা বিদারক গৌরীশঙ্কর দত্ত জানিয়েছেন যে সেদিনকার ভোটকে কেন্দ্র করে কোনরকম অশান্তির ঘটনা ঘটেনি।
ব্যাপক পুলিশি পাহারার মধ্যে দিয়ে ভোটারদের ভোটাধিকার জানিয়েছেন তিনি।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here