ফের হাতির হানায় মৃত্যু, এবার গোয়ালডিহিতে

0
68

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

again elephant killed to human
মৃত উত্তম সিং।নিজস্ব চিত্র

বর্ষবরণের সন্ধ্যেয় হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হল একজনের।ঘটনাটি শালবনী থানার অন্তর্গত গোয়ালডিহিতে।জানা গিয়েছে,শালবনী থানার গোয়ালডিহি সংলগ্ন পাথরকুমকুমি রেঞ্জে বেশ কয়েকদিন ধরেই ২০ থেকে ২৫ টি হাতির একটি দল রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেই হাতির দল দেখতেই মাঠে ভিড় জমায় উৎসুক গ্রামবাসীরা।সে সময়ই উত্তম সিং (৩০) নামে এক ব্যক্তি এক উন্মত্ত হাতির সামনে পড়ে যায় ও আক্রান্ত হয়।আক্রান্ত অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি হাতি তাড়ানো এ ব্যবহৃত হুলাপার্টির কাজের সঙ্গে যুক্ত। যদিও এ দাবি অস্বীকার করেছে বনদফতরের আধিকারিক রবীন্দ্রনাথ সাহা।তার দাবি, মৃত ব্যক্তি হুলা পার্টির কাজের সঙ্গে যুক্ত নয় তিনি নিছকই গ্রামবাসী।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি শালবনী থানার জারাতে। উল্লেখ্য,সাম্প্রতিক সময়ের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতির হানায় মৃত্যু নিয়ে কড়া ধমক দেয় বনদফতরকে।এদিনের ঘটনায় ফের প্রশ্নের মুখে পশ্চিম মেদিনীপুর বনদফতর।

আরও পড়ুন: দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী পূর্তি উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here