মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপির প্রতি মোহভঙ্গ! ফের তৃণমূলে ফিরলেন দলত্যাগিরা। শুক্রবার দিনহাটার বিধায়ক উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য দিলীপ বর্মন এবং কাকলী মোদক পাশাপাশি গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়ন মিয়া।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। আর এরপরেই তৃণমূলের কর্মী সমর্থক গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা দলে দলে ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করেন।
কিন্তু সেখানে গিয়েও তেমন ভাবে গুরুত্ব না পেয়ে ফের পুরানো দলের ফেরার সিধান্ত নেয় তাঁরা। গোটা জেলাতে হঠাৎ করে তৃণমূলের হাত ছাড়া হয়ে যায় বহু গ্রাম পঞ্চায়েত। কিন্তু মাস তিনেক কাটতে না কাটতেই এই পঞ্চায়েত সদস্যরা ফের পুরানো দলে আসে।
আর এর ফলে ফের পুনর দখল হয় বেশির ভাগ গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের দখলে গ্রাম পঞ্চায়েত এর আসায় তাঁদের শক্তিও বৃদ্ধি হয় এলাকায়।
আরও পড়ুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন
এদিকে ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য দলে ফিরে আসায় ওই গ্রাম পঞ্চায়েতটি কার্যত তৃণমূলের দখলে চলে আসে। ১০ আসান বিশিষ্ট এই পঞ্চায়তের এর আগে দলছুট পাঁচ সদস্য তৃনমূলে ফিরে এসেছিল।
এদিন সাংবাদিক সম্মেলন করে বিধায়ক উদয়ন গুহ বলেন, দলের সাথে মনোমালিন্য থাকায় বেশ কয়েকজন বিজেপিতে চলে গিয়েছিল এদিন তারা ফের তৃণমূলে ফিরে এলো।
উদয়ন বাবু আরও বলেন এদের কেউ ভয় দেখায় নি, তবে পরিস্থিতির চাপে পড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা। উন্নয়নের কথা ভেবেই আবারও ফিরলেন এই সদস্যরা বলে তার দাবী।
দিদিকে বল কর্মসূচি সামনে রেখে শুধু কোচবিহারেই নয় গোটা বাংলায় ঘুরে দারাবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এতে তাঁদের সফলতাও এসেছে। তারই পরিণতি হিসাবে দলছুটরা ফের দলে ফিরছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584