বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন

0
66

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরলেন মেদিনীপুর সদর ব্লকের জামকুণ্ডা বুথের প্রায় ৩০ জন কর্মী। দলত্যাগীদের দাবি, ভুল বুঝিয়ে তৃণমূল থেকে তাঁদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়। ভুল বুঝতে পেরে গতকাল তাঁরা বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন। বিজেপির পতাকা খুলে, পুকুরে ফেলে দেন ওই কর্মীরা।

again join tmc from bjp | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর জামকুণ্ডা থেকে এলাইগঞ্জ পর্যন্ত ধিক্কার মিছিল করেন শতাধিক তৃণমূল কর্মী, সমর্থক। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, ভুল বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা দলে ফিরেছেন।

অন্যদিকে, বিজেপির জেলা সম্পাদক অরূপ দাসের দাবি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটেনি। এনিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি এনআরসি’র প্রতিবাদে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

again join tmc from bjp  | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দলীয় নেতাকে হত্যার প্রতিবাদে মেছেদায় মোমোবাতি হাতে শোকসভা তৃণমূলের

দলত্যাগীদের বক্তব্য আমরা বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম বিজেপি একটা সাম্প্রদায়িক দল এখানে শুধু মানুষে মানুষে বিভেদ শেখানো হয় এবং দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লাগানো হয় তার সঙ্গে আছে এনআরসির আতঙ্ক তাই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম এবং এলাকায় আমরা যত বিজেপির পতাকা তুলেছিলাম সেই সমস্ত পতাকা এলাকা থেকে আমরা খুলে নিলাম এবং তৃণমূলের পতাকা ধরে তৃণমূল দলে যোগ দিলাম এরকম ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের গ্রামে উল্লেখ থাকে বেশ কয়েকদিন আগে এই এলাকায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে এবং তাতে আহত হয় দুই দলের বেশ কয়েকজন তারপর আজকের এই ঘটনা এই দল কর্মীদের নিয়ে জামকুন্দা থেকে এখন পর্যন্ত একটি মিছিল করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here