শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
ফণী আতঙ্ক শেষ হতেই বালুরঘাটে খোঁজ মিলল ট্যারেন্টুলা মাকড়সার।তা নিয়ে তৈরী হয়েছে আতঙ্ক।
ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের কুন্ডু কলোনি এলাকায়।
জানা গেছে,কুন্ডু কলোনির বাসিন্দা সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী কাল রাত পৌনে দশটা,দশটা নাগাদ রান্না ঘরে রান্না করার সময় প্রথম মাকড়শাটিকে দেখেন ও অত বড় মাকড়শা দেখে আতঙ্কিত হয়ে পরেন।
আরও পড়ুনঃ ফণী’র আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে দিঘা
সেই সময় পাশেই অন্য ঘরে কাজ করছিলেন সমীর বাবু তখন তাকে তার স্ত্রী ডাকলে তিনি লোমশ ওই মাকড়শাটিকে কাপড় দিয়ে ধরে একটি ক্যারিব্যাগে বন্দী করে তার ভাইপো সহ অন্যান্য দের খবর দেন এরপর তারা এসে ওই মাকড়সাটিকে ট্যারেন্টুলা বলে শনাক্ত করে এবং বনদপ্তরে খবর দেন।যদিও বন দপ্তর আশার আগে তারা আতঙ্কিত হয়ে মাকরসাটিকে বাড়ি থেকে অনেক দুরে নিয়ে গিয়ে ছেড়ে দেন বলে জানা গেছে।
এই বিষয়ে সমীর বাবু জানান, রাত দশটা পৌনে দশটা নাগাদ আমি টেবিলে বসে কাজ করছিলাম ও স্ত্রী সেসময় রান্নাঘরে কাজ করছিল সেই প্রথম মাকড়সাটিকে দেখতে পায়।এরপর আমি মাকড়সাটিকে কাপড় দিয়ে ধরে একটি ক্যারিব্যাগে বন্দী করে আমার ভাইপোদের খবর দিই তারা এসে মাকড়সাটিকে শনাক্ত করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584