স্পোর্টস ডেস্কঃ-
রশিদে খানে আবার বিধ্বস্ত বাংলাদেশ। রশিদ খান একাই ৪ উইকেট তুলে নেন।নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ১৩৪।
বাংলাদেশের হয়ে রনি ১৪ বলে ২ট ছয় ও একটি চারে ২১ রানে অপরাজিত থাকেন। এর আগে দলীয় সর্বোচ্চ স্কোর করেন তামিম ইকবাল।
উল্লেখ্য,রশিদ প্রথম দুই ওভারে মাত্র ৯ রান দেয়ার পর তৃতীয় ওভারে উইকেট নিতে শুরু করেন।১৬তম ওভারের প্রথম বলে রশিদ খানের শিকার হন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৩ রান করেন তিনি। একই ওভারের চতুর্থ বলে তামিম ইকবালকে বোল্ড করেন এই তারকা।পরের বলেই মোসাদ্দেক হোসেনকে শূন্য রানে এলবির ফাঁদে ফেলে ওভার হ্যাটট্রিক করেন রশিদ।
জবাবে ব্যাট করত নেমে ৭ বল বাকি থাকতেই ম্যাচ বের করে নেন আফগানীরা। ৬ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিল আফগানিস্তান।
শেষ দুই ওভারে জয়ের জন্যে আফগানিস্তানের দরকার ছিল ২০ রান। রুবেল এলেন বোলিং এ। প্রথম বলে নবি মারলেন ছয়। পরের বলে চার। দরকার ১০ বলে ১০ রান। রুবেল পরের তিন বলে দিয়ে দিলেন সেই ১০ রানও। এক ছয় আর এক চার। তার ১৯ তম ওভারের ৫ বলে এলো দুই ছয় আর দুই চারে ২০ রান। খেলা শেষ। সিরিজ আফগানদের।
(ছবি-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584