মনিরুল হক,কোচবিহারঃ
ফের মাথাভাঙ্গায় বিক্ষোভের মুখে পরলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। লোকসভা নির্বাচনে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের।এই অবস্থায় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কোচবিহার জেলা সফরে এসেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের সাংগঠনিক বৈঠক সারছেন এই নেতা। জেলা জুড়ে চলছে ম্যারাথন বৈঠক।
মঙ্গলবার সুব্রত বাবু মেখলিগঞ্জে দলীয় কর্মীসভায় যোগ দিতে যাবার সময় ফের মাথাভাঙ্গার শিকারপুর এলাকায় কিছু যুবক তার গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। যদিও শেষ পর্যন্ত ওই পথ দিয়ে মেখলিগঞ্জে যান সুব্রত বক্সী।
এরপরেই তিনি মেখলিগঞ্জে কথা ও গান মঞ্চে দলীয় সভা করেন।মেজাজ হারান তৃণমূলের ওই রাজ্য স্তরের নেতা সুব্রত বক্সী।সেখানে স্থানীয় সাংবাদিকরা খবর করতে গেলে তাকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
এই নিয়ে চরম বিতন্ডার সৃষ্টি হয় সেখানে।
এদিন সুব্রত বক্সীর সাথে মেখলিগঞ্জে যান তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রাথ প্রতিম রায় প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার রাতে সুব্রত বাবু কোচবিহারে আসেন। এরপর কোচবিহার দলীয় নেতৃত্বের সাথে দফায় দফায় বৈঠক করেন। সোমবার তিনি মাথাভাঙ্গা, দিনহাটায় দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করেন। সেইদিন শীতলখুচিতেও একটি দলীয় কর্মী সভার আয়োজন হয়।
আরও পড়ুনঃ আগে গ্রেফতার পরে টাকা ফেরত মত ভারতীর
সেই সভায় যোগ দিতে যাওয়ার সময় মাথাভাঙ্গা মহকুমার জটাবাড়িতে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখানো হয় এবং গো-ব্যাক ধ্বনি দেওয়া হয়। শেষ পর্যন্ত নির্দিষ্ট সভায় না গিয়ে মাথাভাঙ্গায় ফিরে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584