বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ফের একবার বড়সড় সাফল্য পেল বনদপ্তরের স্পেশাল টাস্কফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে গজলডোবায় অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট লম্বা চিতাবাঘের চামড়া সহ পাঁচ জনকে গ্রেফতার করল বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবার রেঞ্জের স্পেশাল টাস্কফোর্স। ধৃতদের নাম বিকাশ রাই, কৃষ্ণ তামাং,রঞ্জিত মহন্ত,সঞ্জয় অধিকারী ও মোহন মুণ্ডা। ধৃত বিকাশ রাই ও কৃষ্ণ তামাং নাগরাকাটা,রঞ্জিত মহন্ত লাটাগুড়ি,সঞ্জয় অধিকারী ও মোহন মুণ্ডা মালবাজারের বাসিন্দা বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতরা চিতাবাঘটি মেরে সেটির মাংস খেয়েছে। এরপর চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এর পাশাপাশি ধৃতদের কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে বনদপ্তরের স্পেশাল টাস্কফোর্স। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই শিলিগুড়ি মহকুমার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে চিতাবাঘের চামড়া সহ দু’জনকে গ্রেপ্তার করেছিল বনদপ্তরের স্পেশাল টাস্কফোর্স। ওই চামড়া তারা বাংলাদেশে পাচার করার জন্য নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার হয়ে এদেশে ঢুকেছিল।
আরও পড়ুন: বহরমপুরের নিত্য যানজটে সমস্যা আরও বাড়াল বেপরোয়া ট্রাক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584