ফের হাতির তাণ্ডব লালগড়ে 

0
127

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ 

again the elephant damage some houses of lalgor
হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত।নিজস্ব চিত্র

ফের হাতির আতঙ্ক  ছড়িয়েছে লালগড়ে।গতকাল রাতে লালগড়ের তাড়কি ও রাঙ্গামেটা গ্রামে হাতির হামলায় বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।এর ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন,ওই এলাকায় একটি রেসিডেন্সিয়াল হাতি গতকাল রাতে প্রথমে তাড়কি গ্রামে ঢুকে তিনটি ঘর ও একটি দোকান ঘর ভাঙ্গে।

again the elephant damage some houses of lalgor
নিজস্ব চিত্র

তারপর  সরকারি হেলথ সেন্টারের জানালা ভেঙে দেয়। গ্রামবাসীরা তাড়া করলে হাতিটি পাশের রাঙ্গামাটি গ্রামে ঢুকে একটি বাড়ি ভাঙে। বাড়িতে মজুত থাকা কিছু চাল খায়।কিছুক্ষণ পর এখানেও গ্রামবাসীদের তাড়া খেয়ে জঙ্গলে চলে যায় হাতিটি। গ্রামবাসীদের বক্তব্য এই রেসিডেন্সিয়াল হাতির জন্য তাদের সব সময় আতঙ্কে থাকতে হয়।

আরও পড়ুন: জঙ্গলে হাতির হানায় মহিলার মৃত্যু

বিষয়টি বনদপ্তরকে জানানো হলেও  কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ।এমনিতেই লালগড়ে হাতির পাল সারা বছর থাকার জন্য চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।তার উপর এই রেসিডেন্সিয়াল হাতির আক্রমণ নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here