বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ফের একবার চিতাবাঘের আতঙ্ক শিলিগুড়ি মহাকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চালাস নিজাম তারা গ্রাম পঞ্চায়েতের নয়ন জোত এলাকায়। জানা গিয়েছে যে, মঙ্গলবার রাতে নয়নজোত এলাকার একটি বাড়িতে ঢুকে ছাগল ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।সেই সময় বাড়ির লোকজন আওয়াজ শুনতে পান।বাইরে বেরিয়ে চিৎকার করেতেই পালিয়ে যায়। তবে ছাগলটিকে নিয়ে যেতে পারেনি চিতাবাঘ। ছাগলটি মারা যায়।এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ যে প্রায় দু’মাসের উপরে হয়ে গেল তাসত্ত্বেও ধরা পড়েনি বাঘটি।রাত হলে বাড়ি থেকে বের হতে ভয় হয়।অপরদিকে চিতাবাঘের আতঙ্কে এলাকার পড়ুয়ারা স্কুল যেতে পারছে না।আর আমরা যারা মাঠে কাজ করতে যাই সেখানেও যেতে ভয় লাগে।যদিও বনদফতরকে এই বিষয়ে বহুবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি।তবে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন ধরে যখন চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন ফাঁসিদেওয়া এলাকার বাসিন্দা সত্বেও কেন কোন পদক্ষেপ নিচ্ছে না বনদফতর।তবে দেখার বিষয় কবেই বা হুঁশ ফিরে বনদফতরের। সেই দিকে তাকিয়ে ওই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: রাস্তা সম্প্রসারণের কাজে উদ্ধার নর কঙ্কাল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584