ধর্মীয় ভাবাবেগে আঘাত হানায় ফের বিপাকে গয়না প্রস্তুতকারী সংস্থা

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দূষণমুক্ত দীপাবলি উদযাপনের জন্য বিজ্ঞাপন তৈরি করে ফের হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়তে হল এক গয়না প্রস্তুতকারী সংস্থাকে। এর আগেও হিন্দু-মুসলিম ঐক্য তুলে ধরতে বিজ্ঞাপন তৈরি করায় ‘লাভ-জিহাদ’-এর অভিযোগ উঠেছিল এই একই সংস্থার বিরুদ্ধে। কাছের মানুষদের সঙ্গে দূষণমুক্ত দীপাবলি উদযাপন ছিল বিজ্ঞাপনটির মূল বিষয়বস্তু।

Advertisement | newsfront.co
বিজ্ঞাপনে চার অভিনেত্রী। ছবিঃ স্ক্রিনশট

সংশ্লিষ্ট এই বিজ্ঞাপনটিতে দেখা যায় নীনা গুপ্ত, নিমরত কউর, সায়নী গুপ্ত এবং আলায়া এফকে। এই ৪ অভিনেত্রীকেই বাজিমুক্ত আলোর উৎসব পালনের কথা বলতে শোনা যাচ্ছে সেই বিজ্ঞাপনের ভিডিওটিতে।

অভিনেত্রী সায়নী গুপ্ত বলেন, “অনেকদিন পর আমার মায়ের সঙ্গে দেখা হবে। কিন্তু কোনও রকম বাজি পোড়াবো না। কেউ যেন বাজি পুড়িয়ে উৎসব উদযাপন না করে। এই বছর দীপাবলি পালিত হোক অনেক আলো, অনেক হাসি আর ভাল ভাবনা দিয়ে।“

আরও পড়ুনঃ বাংলায় মুসলিম ভোট ব্যাংকে ‘মিম’-এর থাবা ঘিরে জল্পনা

ঠিক সেই সময় ফ্রেমে আসেন পূজা বেদীর কন্যা আলায়া এফ। হাতে প্রদীপ নিয়েই জানান মন ভরে মিষ্টি এবং খাবার খেয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে উঠবেন সায়নী গুপ্ত। নীনা জানান সুন্দর করে সেজে আর গয়না পরে আলোর উৎসবে নিজেকে সামিল করবেন সায়নী গুপ্ত।

এরপর বিজ্ঞাপনের শেষের দিকে নিমরত বলেন, “এই বছর দীপাবলিতে পরিবারের সঙ্গে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সকলে তাঁর কাছের মানুষের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠবেন।”

আরও পড়ুনঃ বিহারের ভোটাররা ৭ লাখেরও বেশি ভোট দিয়েছে ‘নোটা’য়

দীপাবলির মুখে এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই ওই গয়না প্রস্তুতকারী সংস্থার উপর ক্ষোভ উগরে দেন এক শ্রেণির নেটাগরিক। দূষণমুক্ত দীপাবলির উদযাপনের নামে হিন্দু সংস্কৃতি ধ্বংস করার অভিযোগ তোলেন ওই সংস্থার বিরুদ্ধে। নিজেদের পণ্য বিক্রির স্বার্থে হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার কথা বলে ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকদের একাংশ। টুইটারে আরও একবার ট্রেন্ডিং হয়। ওই সংস্থাকে বয়কট করার দাবি জানিয়ে নানান হ্যাশট্যাগ দেওয়া হয়।

এরপর একপ্রকার নেটাগরাকদের চাপেই বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় ওই সংস্থা। একদিকে দূষণমুক্ত দীপাবলির পক্ষে সওয়াল করায় যেমন সংস্থাটিকে বয়কটের ডাক উঠেছে, অন্যদিকে বিজ্ঞাপনটির সমর্থনেও সরব হয়েছে নেটাগরিকদের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here