‘রেড কার্পেট পেতে দিচ্ছি, ভারতে আসুন…’ বিনিয়োগকারীদের বার্তা প্রধানমন্ত্রীর

0
51

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার কবলে গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশগুলির মতো ভারতও করোনার দাপটে ধুঁকছে। কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে দীর্ঘ কয়েকমাস ধরে টানা লকডাউন চলেছে এ দেশে। ফলে দুর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। এহেন পরিস্থিতির মধ্যেই বিশ্বের বাজারে বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে ভারতকে তুলে ধরার মরিয়া চেষ্টা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi | newsfront.co
ফাইল চিত্র

ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর মঞ্চে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে মোদী বললেন, “আমরা বহুজাতিক সংস্থাগুলির জন্য রেড কার্পেট পেতে দিচ্ছি। ভারতে এসে বিনিয়োগ করুন। ভারত এখনও বিশ্বের সবচেয়ে বড় মুক্ত অর্থনীতির মধ্যে একটা। ভারত যে পরিমাণ সুবিধা আপনাদের দেবে, বিশ্বের খুব কম দেশই তা দিতে পারবে।” পাশাপাশি নমো বলেছেন, করোনা অতিমারী থেকে বিশ্বকে পুনরুদ্ধারের কাহিনীতে অগ্রণী ভূমিকা পালন করবে ভারত। ভারতীয়দের সেই ইচ্ছাশক্তি আছে। ভারত অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে।”

আরও পড়ুনঃ সম্পত্তি বিক্রির কাজ শুরু করল বিএসএনএল

করোনায় লকডাউনে ঢিমেতালে চলতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগকারীদের উদ্দেশে মোদীর এদিনের বার্তা উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। চলতি সপ্তাহের প্রথমে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে বিশ্ব অর্থনীতির গতি ৫.২ শতাংশ সংকুচিত হয়েছে। ১৯৩০-এর পর এটাই সবচেয়ে নিম্নগতি। পাশাপাশি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পূর্বাভাস চলতি আর্থিকবর্ষে ভারতের জিডিপি দাঁড়াবে ১.৯ শতাংশ।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে আবার বন্ধ কলকাতা হাইকোর্ট

একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন দাবি করেছেন, করোনার টিকা উৎপাদনেও ভারত অগ্রণী ভূমিকা নেবে। তিনি বলেন,“বিশ্বের দুই তৃতীয়াংশ টিকার চাহিদা পূরণ করে ভারতীয় সংস্থাগুলি। আমি নিশ্চিত, করোনার টিকা আবিষ্কার হলে এটার উৎপাদনেও আমরা অগ্রণী ভূমিকা নেব। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সংস্থাগুলি বিশ্বের বহু গবেষকদলের সঙ্গে যৌথভাবে প্রতিষেধক তৈরির চেষ্টা করছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই সম্মেলনে বক্তব্য রাখতে দেখা যাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রেলমন্ত্রী পীযূষ গয়াল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু। সম্মেলনে উপস্থিত থাকবেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্কর এবং ঈশা ফাউন্ডেশনের রূপকার সদগুরু-সহ আরও বেশ কিছু হেভিওয়েট ব্যক্তিত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here