সম্পত্তি বিক্রির কাজ শুরু করল বিএসএনএল

0
46

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে দেশের অর্থনীতিও দুর্বল হয়ে পড়েছে। এরই মধ্যে নিজের সম্পত্তি বিক্রি করার কাজ শুরু করে দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। সূত্রের খবর, কোন কোন সম্পত্তি কীভাবে বিক্রি হবে, তা ঠিক করতে তিনটি বেসরকারি শিল্প উপদেষ্টা সংস্থাকে নিয়োগ করা হয়েছে।

BSNL | newsfront.co
ফাইল চিত্র

ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট দপ্তর বিএসএনএল-এর এই কাজটি করতে এগিয়ে এসেছে। বিএসএনএল এবং এমটিএনএল মিলিয়ে মোট ৩৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে বলে ঠিক হয়েছে বলে জানা যায়। যে তিনটি উপদেষ্টা সংস্থা নিয়োগ করা হয়েছে তাদের চলতি মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যেহেতু সংস্থার আর্থিক অবস্থা ভালো নয়, তাই এই প্রক্রিয়াটি যত দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টাই চেষ্টাই করছে বিএসএনএল।

আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি হানায় বাবা-ভাই সহ নিহত বিজেপি নেতা

উল্লেখ্য, ভারত-চিন সম্পর্কের ক্রমশ অবনতি হওয়ায় চিনা সংস্থাকে ভাতে মারতে ভারতের টেলিযোগাযোগ বিভাগ বিএসএনএল ৪জি পরিষেবার আপগ্রেটের জন্য ডাকা দরপত্রও বাতিল করে দেয়। প্রায় আট হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল। পরিষেবা উন্নত করার জন্য যন্ত্রাংশ আসত চিন থেকে।

আরও পড়ুনঃ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশিকায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে বিভ্রান্তিতে পড়ুয়ারা

কিন্তু তা বাতিল করে দেয় বিএসএনএল। সম্প্রতি সংবাদমাধ্যমে বিএসএনএল-এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন, সেই পথে হেঁটেই ৪ জি পরিকাঠামো উন্নত করার কাজ করা হবে। অর্থাৎ যে যন্ত্রাংশ চিন থেকে আসার কথা ছিল তা এবার ভারতেই তৈরি হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here