সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
এনআরসির প্রতিবাদে মহামিছিল করল মগরাহাট পশ্চিম বিধানসভার যুব তৃণমূল কংগ্রেস সহ মাদার তৃনমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্বদেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। শিরাকল গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরফে শিরাকল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আব্দুল রহিম মোল্লার আহব্বানে ১৮টি বুথ থেকে সর্মথকেরা যোগ দেন। শিরাকোল গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসার ঠেস থেকে শুরু হয় মিছিল শেষ হয় শিরাকল সেরপুরচারমাথার মোড়ে।মগরাহাট পশ্চিম বিধানসভা থেকে আসা দশহাজার সর্মথকদের নিয়ে প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে
মিছিল করেন। মিছিলের পর একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মগরাহাট ১ নম্বর ব্লকের যুবতৃনমূল সভাপতি ইমব্রান হাসান, শিরাকল যুবতৃনমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মোল্লা, ছিলেন জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান মোল্লা, মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দু মন্ডল, বিষ্ণুপুর বিধায়ক দীলিপ মন্ডল, রাজ্যর এসসি এসটি সেলের সভাপতি এছাড়াও ছিলেন স্থানীয় নেতৃত্ব ছিলেন ইউনিয়ন সভাপতি আহমেদ চিরঞ্জিত মন্ডল। এই গ্রামপঞ্চায়েতের ১৮ টি বুথের মধ্য ৯ নং বুথ থেকে সবচেয়ে বেশী সর্মথক আসেন প্রতিবাদ মিছিলে।
আরও পড়ুনঃসাফ গেমসে ভারতের হয়ে সোনা জিতলেন কোলাঘাটের সুপ্রিয় মন্ডল
মিছিল ঘিরে ১১৭নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে।উস্থি থানার পুলিশ সহ তৃনমূল কংগ্রেসের সর্মথকদের সহযোগে যানজট মুক্ত হয়। এনআরসির মিছিল ঘিরে রাজ্যর সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা বলেন এনআরসি বাংলায় কোন প্রভাব পরবে না। কেন্দ্রীয় সরকারের তোষন নীতি আজ মুখ ফিরেয়ে নিচ্ছে বাংলার মানুষ। সংখ্যালঘুদের নিয়ে এনআরসি বিরোধীতায় পথে নেমেছেন।আগামীদিন এই আন্দলোন আরও দৃঢ় হবে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584