তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
প্রিয়দার স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং কেন্দ্রে রাহুল গান্ধীর নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গড়তে রায়গঞ্জ লোকসভা আসনটি প্রিয়দার নামেই মানুষ উৎস্বর্গ করবে।বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রাজীব ভবনে ভিড়ে ঠাসা এক কর্মী সভায় প্রিয় জায়া তথা রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি এই কথা বলেন।তিনি বলেন বামফ্রন্টের সাথে অপমানজনক শর্ত মেনে নির্বাচনে লড়তে হবে এতটা খারাপ সময় কংগ্রেসের আসেনি।
কংগ্রেস সর্বভারতীয় একটি প্রাচীন রাজনৈতিক দল,যার গুরুত্ব সারা ভারতবাসীর হৃদয়ে আজও অম্লান।সেখানে সিপিআইএম দল বলে দেবে কংগ্রেসের প্রার্থীকে কোথায় দাঁড়াবে সিপিএম তা ঠিক করে দেবে এটা কি করে ভাবতে পারে।উত্তর দিনাজপুর জেলা প্রিয়দার তৈরী কংগ্রেসের সাজানো বাগান।রায়গঞ্জ লোকসভা আসনটি বালুরঘাট থেকে রায়গঞ্জের আলাদা করে আনার মূল কারিগর ছিলেন প্রিয়দা।দীপা দাসমুন্সি বলেন প্রিয়দা না থাকলেও উত্তর দিনাজপুর জেলার সবার হৃদয়ের মণিকোঠায় আজও আছে ও থাকবে বলেই তার দৃঢ় বিশ্বাস।
আরও পড়ুনঃ ইসলামপুর থেকেই প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী
কংগ্রেসের কর্মী সভায় কালিয়াগঞ্জের বিধায়ক তথা প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাব শিষ্য প্রমথনাথ রায় বলেন শুধু রায়গঞ্জ নয় সারা দেশ থেকে সাম্প্রদায়িক বিজেপি দলকে উৎখাত করার শপথ আমাদের নিতে হবে।সমস্ত কংগ্রেস কর্মীদের আমাদের এক হয়ে কাজ করে আমাদের বৌদি দীপা দাসমুন্সিকে জিতিয়ে আনার প্রতিজ্ঞা নিতে হবে।
সভায় বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত,বর্ষীয়ান কংগ্রেস নেতা শ্যামলেশ ঘোষ ও তুলসী জয়সোয়াল।বুধবারের কর্মী সভায় আনুমানিক তিরিশ জন তৃণমূল সমর্থক কংগ্রেস দলে যোগদান করেন দীপা দাসমুন্সীর হাত থেকে কংগ্রেসে দলীয় পতাকা নেবার পর।দুপুরে রায়গঞ্জ শহরে একটি প্রেস মিট করবার জন্য দীপা দাসমুন্সি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584