রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী।সরস্বতী পুজো উপলক্ষে পাড়াতে মধ্যরাতে মাইক বাজানোর প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুই।ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার গাঁফুল গ্রামে।মৃতের ব্যক্তির নাম হারাধন মাল(৬৫)। ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ। আহত রাজকুমার মাল ও তরুন মাল কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে,সরস্বতী পূজা উপলক্ষে বিজেপি নেতা আদিত্য মৌলির নেতৃত্বে গত তিন দিন থেকে মাইক বাজানো চলছিল।কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষার্থী রণজিৎ মালের পরিবার মধ্যরাত পর্যন্ত মাইক বাজানোর প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পূজো মন্ডপে উপস্থিত যুবকেরা।
আরও পড়ুনঃ সরস্বতী পুজো উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
আজ সকালে তারা ফের চড়াও হয় ওই পরীক্ষার্থীর পরিবারের উপর।সেই সময় পাড়া-প্রতিবেশীরা প্রতিবাদ করলে তারা মারধর শুরু করে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন। তাদের প্রথমে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কান্দি হাসপাতালে মৃত্যু হয় হারাধন মালের।ঘটনায় দশ জনের নামে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ হয়।তার মধ্যে পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584