নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এক কথায় গ্র্যান্ড পিকনিক। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাসরা নদীর ধারে পাত পেরে খেলেন আড়াই হাজারের বেশি বৃদ্ধ-বৃদ্ধারা। শুধু খাওয়া দাওয়াই নয়, প্রত্যেককে দেওয়া হল একটি করে কম্বল, একটি মাপলার, একটি টুপি, দুটো সাবান ও এক শিশি সুগন্ধি তেল।
সকাল থেকে জঙ্গল ঘেরা এলাকায় বসেছিল এই পিকনিকের আসর। প্রচন্ড ঠান্ডাতেও মহা আনন্দের মুহুর্ত ছিল দিনভর। সৌজন্যে আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা। আর এত সব আয়জনে হাজির ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা, জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন শর্মা সহ বিভিন্ন হেভিওয়েট ব্যক্তিত্বরা। উচ্চনিচ সব ভেদাভেদ মুছে গিয়ে একাকার হয়ে গেছে এই পিকনিকে।
আরও পড়ুনঃবড়দিনে কেকের ডালি সাজিয়ে বসেছেন বিক্রেতারা
মূলত দুঃস্থদের সাহায্য করার জন্যই এই উদ্যোগ। তবে এই বছর এই পিকনিক ১৪ তম বছরে পড়ল। পিকনিকের আসরে বসেছিল খেলাধুলার আসরও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584